আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কিছু দূর থেকে জিমেইলের সাহায্যে ডিলেট করেদিবেন অর্থাৎ এক কথায় সেই ফোনটি আপনি রিসেট করে দিতে পারবেন।
অনেক সময় ফোন হারিয়ে যাওয়ার পর ফোন ফিরে পাওয়া যাক আর না যাক সেই ফোনের তথ্যগুলো যেন অন্যের কাছে না যায় এর জন্য আমরা চিন্তিত হয়ে পড়ি।
কেননা সেই ফোনের সাথে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ফেসবুক,টুইটার,জিমেইল,ব্যাংক একাউন্টসহ অনেক কিছু কানেক্ট করা থাকে।
তো আপনি চাইলে খুব সহজে সেই ফোনটি রিসেট করে দিতে পারবেন দূর থেকে অন্য একটি ফোনে আপনার জিমেইল লগইন করে।
এর জন্য অবশ্যই আপনার হারিয়ে যাওয়া ফোনটিতে আপনার যেকোনো একটা জিমেইল লগইন থাকা লাগবে।
লগইন থাকলে সেই জিমেইলটাই আপনার বন্ধু কিংবা যেকারো ফোনে লগইন করেনিন।
লগইন করার পর কিভাবে হারিয়ে যাওয়া ফোনটিকে রিসেট করেদিবেন দেখেনিন।
এবার আপনার বন্ধু মোবাইল থেকে যে কাজটি করতে হবে স্কিনশর্ট ফলো করুন।










ওখানে ক্লিক করে খুব সহজে আপনার হারানো ফোনটিকে রিসেট করে দিতে পারবেন। এটি কাজ করে কিনা দেখার জন্য একবার আমার অন্য একটি ফোনকে ভুলে রিসেট করে ফেলেছিলাম।
তাই এমনিতে কেউ চেষ্টা করতে যাবেন না,গেলে নিজ দায়িত্বে করবেন।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে ভিডিওটি দেখুন


★রিং আইডি কয়েন সেল দিতে মেসেজ দিন Imo & whatsapp: 01987821162

★জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে BDTRICKSH

আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখেনিনঃ

★★বাংলালিংক সিমে আনলিমিটেড Toffee এমবি ফ্রিতে নিয়েনিন,একাউন্ট করার সাথে সাথে ১ জিবি ফ্রি

★★আপনার ফেসবুক পেজে যতখুশি ততো ১০০% রিয়েল লাইক বাড়িয়ে নিন

”প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, চ্যানেলটিতে যেতে অথবা সাবসক্রাইব করতে”


★আর যেকোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজ BD TRICK SH লাইক দিয়ে পেজে মেসেজ করুন,সমস্যা সমাধানের চেষ্টা করবোBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

6 thoughts on "হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কিছু ডিলেট অথবা রিসেট করেদিন দূর থেকে জিমেইলের সাহায্যে"

  1. NS Sabur Legend Author says:
    ট্রাই করলাম কাজ হল না।?
  2. md+mizanur Subscriber says:
    New Earrings website is here you can Earn ( 100 – 200 ) Tk Every day doing simple task. Click here to view full details – https://salflink.blogspot.com/2020/09/alaikum-how-are-you-all.html
  3. Rumen Rana Contributor says:
    এটা আরো ৫ বছরআগে তেকে জানতাম
    ১০০% কাজ করে

    আমি আমার বন্ধুদে। অনেক ফোন
    রিসেট করে দিয়েছি

  4. muhammad shuvo Contributor says:
    আস্সলামুআলাইকুম Windows দিতে গিয়ে ভূল করে র্হার্ড ডিক্স ফরমেট হয়েছে সকল কিছু এখন ব্যাক বা রিকভারি করার কোন সিস্টেম আছে কি। Notice ঃ Windows আবার নতুন করে দেওয়া হয়েছে সাথে পাটিশন করাও হয়েছে। অডিও। ভিডিও।পিক ব্যাক আসলে চলবে।

    iCare Date Recovary Pro না iCare Date Recovary Free দিয়ে অনেক ফাইল ব্যাকআপ নিয়েছি। অন্য ড্রাইভ এ একেই Hard Hisk এ। এখন সম্যসা ব্যাকআপ নেওয়া কোন কিছু অপেন হয় না এই সম্যসা এর সমাধান কি ?

Leave a Reply