আসসালামু আলাইকুম………..

প্রত্যেক জিমেল অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে ১৫ জিবি গুগল ড্রাইভ স্পেস বিনামূল্যে পাওয়া যায়। ফলে যখনি বড় অ্যাটাচমেন্ট সহ কোন ইমেল আপনার ইনবক্সে পৌঁছায় তখন ১৫ জিবি থেকে স্পেস কমতে থাকে। আপনার ইনবক্সে নিয়মিত প্রচুর ছবি আসতে থাকলে খুব তাড়াতাড়ি এই জায়গা ভরে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন| তো চলুন দেখে নেওয়া যাক কিবাবে আপনি জিমেলের ফটো গুগল ফটোজে ট্রান্সফার করবেন?:-

বিসমিল্লাহির রহমানির রহিম

যেভাবে করবেন?

  1.  কম্পিউটার থেকে জিমেল লগ ইন করে এমন একটি ইমেল ওপেন নতুন যেটায় অ্যাটাচমেন্টে ছবি রয়েছে। এখন থেকে  অ্যাটাচমেন্ট বিভাগে গিয়ে ‘গুগল ড্রাইভ’ আইকন সিলেক্ট করুন।
  2. এবার photos.google.com ওপেন করুন। এবার আপলোড বাটন সিলেক্ট করে গুগল ড্রাইভ সিলেক্ট করুন।
  3. এবার যে যে ছবি ও ভিডিও আপলোড করতে চান সিলেক্ট করুন। এবং আপলোড বাটনে ক্লিক করুন।
  4. এবার Google Drive থেকে ছবি গুলো Delete করে দিন।

 

না বুঝলে নিচের স্টেপ গুলোও অনুসরন করুন:

স্টেপ ১।  কম্পিউটার থেকে জিমেল লগ ইন করে এমন একটি ইমেল ওপেন করুন যেটায় অ্যাটাচমেন্টে ছবি রয়েছে। এখন থেকে  অ্যাটাচমেন্ট বিভাগে গিয়ে ‘গুগল ড্রাইভ’ আইকন সিলেক্ট করুন। সব ছবিতে এই অপশন সিলেক্ট করুন।

স্টেপ 2। এবার photos.google.com ওপেন করুন। এবার আপলোড বাটন সিলেক্ট করে গুগল ড্রাইভ সিলেক্ট করুন।

 

স্টেপ 3। এবার যে যে ছবি ও ভিডিও আপলোড করতে চান সিলেক্ট করুন। এবং আপলোড বাটনে ক্লিক করুন।

স্টেপ 4। এবার Google Drive থেকে ছবি গুলো Delete করে দিন।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

Requesting to trickbd team, Add a category named PC Tricks. so that we can sahre pc tips and trick under that category.

SPECIAL CONTENT:

সাহাবি হজরত উকবা ইবনে আমের (রা.) হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মু্ক্তির উপায় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি উত্তরে বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রেখো…। -সুনানে তিরমিজি শরিফ

3 thoughts on "এবার জিমেলের ফটো গুগল ফটোজে ট্রান্সফার করুন| Transfer Gmail Photo To Google Photos [It’s ARA]"

  1. Naymur Rahman Durjoy Contributor says:
    Nice Post.
    *আমাদের প্রশ্ন
    উত্তর সাইটে কিছু
    মডারেটর লাগবে।
    যারা কপিমুক্ত প্রশ্ন
    উত্তর করতে দক্ষ
    তারা
    [email protected]
    এই ইমেইল ঠিকানায়
    যোগাযোগ করুন।
    ধন্যবাদ।
    1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
      ধন্যবাদ❤

Leave a Reply