আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার পোস্টে । আশাকরি সবাই ভালই আছেন । আজকে দেখাব কিভাবে আপনারা কার্ড থেকে বিকাশে টাকা আনবেন ।
আগের পোষ্টে দেখিয়েছিলাম কিভাবে একটি ভিসা কার্ড নিবেন । পোস্টটি দেখে না থাকলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ।
https://trickbd.com/apps-review/676253
তো চলুন শুরু করা যাক ।
১.প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করুন ।
২.তারপর Add money ক্লিক করুন ।
৩. তারপর কার্ড টু বিকাশ এ ক্লিক করুন ।
৫. নিজের একাউন্টে টাকা নিতে চাইলে মাই একাউন্ট এ ক্লিক করুন , অথবা অন্য কারোর বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চাইলে Others এ ক্লিক করুন ।
তারপরে টাকার পরিমান বসিয়ে Proceed এ ক্লিক করুন
৬. তারপর Add Money from new Card এ ক্লিক করুন
৭. আপনার কার্ডের তথ্য দিয়ে পে তে ক্লিক করুন
৮. আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি বসিয়ে কনফার্ম ক্লিক করুন
ব্যাস এটুকুই ! এটা সবচেয়ে বড় সুবিধা হল কার থেকে বিকাশে টাকা আনার জন্য কোন প্রকার ফি বা চার্জ কাটা হবে না । এবং মিনিমাম 50 টাকা এড করতে হবে ।
আজ এ পর্যন্তই , সবাই ভাল থাকবেন । কোন ভুল থাকলে কমেন্টে জানাবেন । পরবর্তী পোস্ট কোন বিষয়ের উপর হবে মতামত জানান কমেন্টে ।
পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ !
Md Rahat
Facebook group : https://m.facebook.com/groups/1797556303743643
6 thoughts on "Cellfin Visa কার্ড বা অন্যান্য Visa/MasterCard থেকে Bkash এ টাকা আনবেন কিভাবে দেখে নিন"