আসসালামু আলাইকুম………..

অনেকেই আমার ফেসবুক পেজে অনেক সমস্যার কথা বলছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রশ্ন করেছেন:-

  • আমি কি মোবাইল দিয়ে এপপ্স বানাতে পারবো?
  • আমার PhoneGap লোড নিচ্ছে না কেন?

তো আজকে আমি ইনশা আল্লাহ এই দুইটা সমস্যার সমাধান দিবো।তো চলেন দেরি না করে শুরু করি।

শুরু করার আগে কিছু কথা বলে নি কালকে আমি তিনটি পোস্ট করেছিলাম। 

  • প্রথম পোস্টটি প্রায় 1,200 
  • দ্বিতীয় পোস্টটি 1,000+
  • এবংতৃতীয় পোস্টটি 470 বার দেখা হয়েছে|

এবার আপনারা বলেন আমার তিনটা পোস্ট এ তাদের কয়টাকা উপার্জন হয়েছে ? আমার জানামতে কম করে হলেও ৫$|কিন্তু তারা আমাকে মাত্র ২৪ টাকা দিয়েছে।

আমি যে পোস্ট নিয়ে লিখতেছি  এই রকম পোস্ট ট্রিকবিডি তে কখনো হয়নি আর ইউটুবে ও এই সম্পর্কে সম্পূর্র্ণ টিউটোরিয়াল পাবেন বলে আমার মনে হয় না।

আমার প্রত্যেকটি পোষ্টটিই SEO Friendly তারপর ও ট্রিকবিডি আমাকে তিনটি পোষ্টের জন্য ২৪ টাকা দিয়েছে মাত্র।

তিনটি পোস্ট লিখতে আমার কম হলেও ৩-৪ ঘন্টা সময় লাগছে। এমনকি এই পোস্টি লিখতে আমার ২ ঘন্টা সময় লাগছে।

এই ৩-৪ ঘন্টা সময় কত টুকু প্রয়োজন তা আপনি একটু বাবলেই বুজতে পারবেন। আর লিখার কষ্টটা বাদদিলাম।

সুতরাং আপনাদেরকে যেহেতো বলেছি এপপ্স বানানো শিখাবো তাই এই টিউটোরিয়ালটি সম্পর্ন করে আর হয়তো ট্রিকবিডিতে পোষ্ট করবো না।

বিসমিল্লাহির রহমানির রহিম

পুর্বের টিউটোরিয়াল সমূহ:-

  1. এন্ড্রোইড Apps বানান HTML এবং CSS দিয়ে – [01]
  2. এন্ড্রোইড Apps বানান HTML এবং CSS দিয়ে – [02] [OnsenUI Setup][It’s ARA]
  3. এন্ড্রোইড Apps বানান HTML এবং CSS দিয়ে – [03] [It’s ARA]

আমি কি মোবাইল দিয়ে এপপ্স বানাতে পারবো?

হে ভাই অবশ্যই পারবেন, তবে মোবাইল দিয়ে কোডিং করাটা অনেক কষ্ট কর। এবং মোবাইল এ এতো একটা সাপোর্ট পাবেন না। যেমনটি পিসি তে পাবেন। তবে আপনার ইচ্ছা থাকলে আপনি অনেক কিচ করতে পারবেন মোবাইল দিয়েই।

যারা মোবাইল দিয়ে এপপ্স বানাতে চান তারা আমার ফেইসবুক পেজ এ মেসেজ অপসন এ গিয়ে tbdp download link/ trickbd project download link/ tpdl লিখে মেসেজ করুন। তারপর ডাউনলোড বাটন এ ক্লিক করে github থেকে ডাউনলোড করে নিন।

প্রজেক্ট ফাইলটি ডাউনলোড হয়ে গেলে সেটি আপনার ফোন এ Winrar  অথবা Zarchiver দিয়ে এক্সট্রাক করুন। তারপর আপনি একটি এডিটর দিয়ে এডিট করতে পারেন।

আমার PhoneGap লোড নিচ্ছে না কেন?

প্রায় অনেকেই হয়তো এই সমস্যাটি দেখতে পেয়েছেন এখন কথা হলো এটি কিভাবে ফিক্স করবেন ?

প্রথমে আমার পেজে গিয়ে phonegap zip file লিখে মেসেজ করুন। এরপর আপনাকে একটি ডাউনলোড লিংক দেওয়া হবে। ডাউনলোড বাটন এ ক্লিক করে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কপি করুন এরপর

C:\Program Files (x86)\Adobe\PhoneGap\PhoneGap Desktop\resources\app.asar.unpacked\bin    যান।

এখানে দেখবেন npm নামের একটি ফাইল অলরেডি রাখা আছে। ফাইলটি ডিলিট করেদিন। এবং কপি কৃত ফাইলটি এখানে পেস্ট করে দিন।

এরপর postinstall.bat ফাইলটিকে Administration permission দিয়ে ওপেন করুন। এক্সট্রাকটর সম্পূর্ণ হলে PhoneGap software’টি ওপেন করুন| আশাকরি ইনশা আল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

আমার টিউটোরিয়াল গুলো ভালো লাগলে আমার ফেইসবুক পেজ এ লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন|কোনো সমস্যা থাকলে আমাকে পেজ এ মেসেজ করতে পারেন।

Facebook Page: Azizur Rahaman

ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

SPECIAL CONTENT:

সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। (সহিহ বূখারীঃ০১-মুসলিমঃ১৯০৭)

* বান্দা যখন সিজদায় থাকে তখ

8 thoughts on "এন্ড্রোইড Apps বানান HTML এবং CSS দিয়ে – [04] [আমি কি মোবাইল দিয়ে এপপ্স বানাতে পারবো ?] [ আমার PhoneGap লোড নিচ্ছে না কেন?] || কিছু সমস্যার সমাধান"

  1. Abdus Sobhan Author says:
    part gulo boro korun
    1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
      তোমার ভালো না লাগলে তুমি ইগনোর করো। আমি আমার মতোই পোস্ট গুলো লিখতে ভালোবাসি। এই পোস্ট গুলো লিখতে আমার অনেক কষ্ট এবং সবচেয়ে বড় কথা আমার অনেক সময় নষ্ট হয়। আমার অনেক কাজ থাকে তাই পোস্ট বড় করতে পারিনা।
  2. Trickbd Support Moderator says:
    একটা কথা স্পষ্ট করা দরকার।
    ট্রিকবিডি কোনো আর্নিং সাইট নয় এবং আর্নিং প্রমোট ও করেনা।
    ট্রিকবিডির এতো বছরের যাত্রায় কখনো কোনো লেখককে তার লেখার জন্য এক টাকাও দেয়া হয়নি।
    এটি একটি মুক্ত প্লাটফর্ম।
    এখান থেকে শিখবেন এবং শেখাবেন, এটাই ট্রিকবিডির স্লোগান।
    Know for Sharing

    তবে লেখকদের কথা বিবেচনায় ট্রিকবিডি দৈনিক ইনকামের একটা অংশ লেখকের একাউন্টে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকবছর থেকে।
    এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম।
    আর্ন যেরকম হবে বন্টন ও সেরকম।

    কিন্তু বর্তমানে কিছু নবীন লেখক ট্রিকবিডিতে আর্টিকেল লিখে ইনকামের কথা বলছে বারবার এবং এ বিষয়ে আমাদের মেইল ও করছে।
    তাদের উদ্দেশ্যে বার্তা হলো, যদি আপনি মনে করেন আর্টিকেল লিখে ইনকাম করবেন তাহলে ট্রিকবিডি আপনার জন্য না।
    তবে যদি আপনি আসলেই ভালো কিছু শিখতে ও শিখাতে আসেন তাহলে সাদর আমন্ত্রণ।

    এখানে যে কেউ-ই লিখতে পারবে।
    শর্ত শুধু একটাই।
    নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করতে হবে।

    1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
      তাহলে আপনারা ট্রিকবিডি থেকে Adsence Ads সরাই নেন। যেহেতু এটা non-profit সাইট
    2. Trickbd Support Moderator says:
      ননপ্রফিট সাইট এটা কিন্তু কোথাও বলা হয়নি।
      বলা হয়েছে মুক্ত প্লাটফর্ম।
      আপনার ভালো লাগলে পোস্ট করবেন আর না লাগলে করবেননা।
      ফেইসবুকের মতো।
      তাহলে এখন আপনিও ফেইসবুক থেকে পেমেন্ট চেয়ে বসুন।
      আর পেমেন্ট না দিলে ওদেরকেও ফেসবুক থেকে আর্নিং বন্ধ করে দিতে বলুন।
      এটা নিশ্চয়ই তারা করবেনা।

      আশাকরি বুঝতে পেরেছেন।
      ধন্যবাদ।

  3. Ayon Da Contributor says:
    chaliye jan vai
    1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply