আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকের পোস্টের বিষয় হলো যেকোন ভিডিও থেকে টেক্সট বা লগো রিমুভ।আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে যেকোন ভিডিও থেকে লগো রিমুভ করবেন বা মুছে ফেলবেন।
আজকে আমি আপনাদের খুব ভালো একটি অ্যাপের সাথে পরিচয় করে দিবো যা আপনাদের খুব উপকারে আসবে আশা করি।
অ্যাপ নামঃ Remove Logo From Video
অ্যাপ সাইজঃ ২১ এম্বি
ডাউনলোড লিংক
১. প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।
২. ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।
৩. ওপেন করা হয়ে গেলে Start এ ক্লিক করুন।
৪. তারপর ভিডিও সিলেক্ট করুন।
৫. সিলেক্ট হয়ে গেলে যে অংশ থেকে লগো রিমোভ করবেন সে অংশটুকু সিলেক্ট করুন।
৬. সিলেক্ট হয়ে গেলে Remove Logo অপশনে ক্লিক করুন।
৭. ফুল কম্পিলিট হলে অটোমেটিক ভিডিও সেভ হয়ে যাবে।
ব্যাস কাজ শেষ এবার দেখুন আপনার ভিডিও থেকে লগো মুছে গিয়েছে।
আশা করি অ্যাপটি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤️
ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Copykorebalkorbi
এগিয়ে যাও