আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক আলো আছেন । আমি রিফাত । আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি চমৎকার ট্রিক নিয়ে । অনেকের হয়তো আগে থেকেই জানা থাকতে পারে । কিন্তু ট্রিকটি নিজে নিজে শিখেছি বিধায় আপনাদের সাথে শেয়ার করতে চাই ।
আপনি যখন আপনার বন্ধুদের কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে কোনো ফাইল নিতে চান মাঝে মাঝে তারা সেই সবকিছু দিতে চান না । আজ এমন একটি ট্রিক শেয়ার করবো যাতে করে অন্যের ফোনের কোনো ফাইলই তাকে দেওয়া লাগবে না । আপনি নিজেই তার ফোনের সার্ভারে অনুপ্রবেশ করে আপনার ইচ্ছে মতো সব কিছুই Access করতে পারবেন । আবার ইচ্ছা মতো ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।


কথা বেশি না বাড়িয়ে চলুন দেখে নিই সেই ট্রিকটি –
আপনি যার ফোনের Storage বা File access করবেন কোনো রকম তার ফোনের হটস্পট চালু করে দিবেন । আর Ftp server টি চালু করে দিবেন । ব্যাস্ এতো টুকুই ! আর কোনো ঝামেলা নেই । স্কিনশর্ট ফলো করুন । আশা করি ভালো ভাবে বুঝতে পারবেন ।


[ অনেক ফোনেই Ftp server চালু করার জন্য ব্যবস্থা থাকে । আমার যে ফোন দিয়ে ট্রিকটি দেখাচ্ছি এটাতে নাই । তাই Es File Explorar এর Ftp server এর সাহায্য নিচ্ছি । প্লে স্টোরেও পেয়ে যাবেন Ftp server Creator । আর আমি তো আছিই । না বুঝতে পারলে যোগাযোগ করবেন । ]


এবার আপনার ফোনের কাজ । প্রথমেই ঐ হটসপটের সাথে Wifi দিয়ে কানেক্ট করে নিন ।


তারপর আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন । ঐ ফোনের সেই Ftp Adress টি Type করুন।

এবং এন্টার করুন । ব্যাস্ !

আপনার বন্ধুর ফোনের স্টোরেজ এখন আপনার ফোনে । এখন আপনি আপনার ইচ্ছে মতো অডিও ভিডিও বা ছবি তার অনুমতি ছাড়াই নিয়ে নিতে পারেন । খুব সহজ ! তাইনা !


আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে নিয়ে নিতে পারেন । ডাউনলোড স্পিড ও অনেক । এই ট্রিকটি ফাইল শেয়ার করার কাজেও ব্যবহার করতে পারেন ।


আজ এ পর্যন্তই । আগামী পোস্টে কি চান সেটি কমেন্টে অথবা ফেসবুকে জানান ।

My Facebook Profile
ভালো থাকবেন সুস্থ থাকবেন , কোনো ভুল ক্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

পোস্টটি ভাল লাগলে লাইক করুন এবং ফেসবুকে আমাকে ফলো করুন । ধন্যবাদ !
আল্লাহাফেজ !!

15 thoughts on "?Storage Hacking ? যেকোনো ফোনের Storage আপনার ফোন দিয়ে Access করুন । আর তার অনুমতি ছাড়াই যেকোনো ফাইল নিয়ে নিন আপনার ফোনে ।"

  1. Adib Contributor says:
    তুফান ট্রিক।
    1. Rifat Author Post Creator says:
      ধন্যবাদ ??
  2. MD Shakib Hasan Contributor says:
    অসাধারণ
    1. Rifat Author Post Creator says:
      ধন্যবাদ ?
    1. Rifat Author Post Creator says:
      Thank you ?
  3. RANehal Contributor says:
    3rd party app sara korar upay ki, same wifi e?
    1. Rifat Author Post Creator says:
      Next episode a bolbo.
    1. Rifat Author Post Creator says:
      ?
  4. Jewel Shikder Jony✅ Author says:
    Title a hacking na lekhleo hoito, borong eita dile thik hoy, Share your file via ftp
    1. Rifat Author Post Creator says:
      ধন্যবাদ ?
  5. mahedh312 Contributor says:
    Ftp server কি,এবং কি ভাবে চালু করবো
    1. Rifat Author Post Creator says:
      আগামী পোস্টে এ ব্যাপারে বিস্তারিত দিবো ইনশাল্লাহ !

Leave a Reply