অন্যের ফোন হাতে নিয়েই তার সকল প্রকার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিন কোন গোপন একটি সেটিংস এর মাধ্যমে No Data No Login
আচ্ছালামুয়ালাইকুম যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন। সবাই কেমন আছেন.? আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে। সর্বপ্রথম আমি একজন মুসলিম আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই, প্রতিটি পোস্ট সময় ব্যয় করে কস্ট করে নিজে হাতে লিখি। তাই পোস্ট এর ভিতরে ছোটখাটো ভুল হতেই পারে, তাই যদি পারেন ছোট ভাই মনে করে নিজগুণে ক্ষমা করে দিবেন। কোন প্রকার ভুল হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।তাৎক্ষণিকভাবে যদি পারি পোস্ট ঠিক করে আপডেট করে দিব। আর যদি তা না হয়,তাহলে পোস্ট ডিলিট করে দিব। তারপরও কমেন্টে আজে বাজে কিছু লিখবেন না। এবং রিপোর্ট করবেন না। এত কষ্ট করে পোস্ট বানাই অবশ্যই রিপোর্ট বা আজেবাজে কমেন্ট শোনার জন্য নয় … আশা করি যা বুঝাতে চেয়েছি আপনি সেটি বুজতে পেরেছেন। |
আজকের এই পোস্টের ভেতর আমি আপনাদেরকে দেখাইতে চলেছি কিভাবে আপনি আপনার ফ্রেন্ডের মোবাইল হাতে নিয়ে তার ফেসবুক ,জিমেইল, সকল প্রকার মেসেজ দেখতে পারবেন ।
তার ফেসবুক জিমেইল হোয়াটসঅ্যাপ এই অ্যাপ্লিকেশনগুলোতে না ঢুকে।
সেগুলো যদি কোন প্রকার লক করে থাকে তারপরও আপনাকে সেই লোক খুলে ভেতরে ঢুকে আপনাকে দেখতে হবে না।
না কোন ডাটা খরচ হবে অফলাইনেই আপনি এ কাজটি করতে পারবেন ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে
তো শুরু করি।
যার মোবাইল থেকে আপনি এসএমএস লিস্ট দেখতে চান তারা মোবাইল থেকে আপনাকে সর্বপ্রথম wigets নামে একটি সেটিংস রয়েছে এটা আপনারা সকলে হয়তো বা জানেন ।
সেটা কি …..,?
শর্টকাট মাধ্যম যেটির সাহায্যে খুব সহজেই আপনি সেটিংস গুলো শর্টকাট করে আপনার হোমস্ক্রিনে রাখতে পারবেন।
একেক মোবাইলে একেক জায়গাতে থাকে আপনারা এটি কে খুঁজে নিবেন ।
তারপর wigets যাওয়ার পর আপনাকে সেটিংস নামে আইকনটি খুঁজে নিতে হবে ।
এবং সেই সেটিংস ট্যাপ করে ধরে রেখে আপনার হোমস্ক্রিনে নিয়ে আসবেন। এবং ছেড়ে দেবেন।
তারপর ওইখান থেকে আপনারা নোটিফিকেশন লগ ওপেন করার পর ফুল এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।
এখান থেকে আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নোটিফিকেশন লগ notification log নামে একটি অপশন থাকবে সেটি সিলেক্ট করে ওকে করে নিবেন , ব্যাস কাজ শেষ।
যারা উইজেট খুঁজে পাচ্ছেন না বা এই অপশনটি যাদের ফোনে নেই তাদেরও কোনো টেনশন নাই।
আপনাদের ফোনের সেটিংস এ চলে যাবেন এবং আপনারা নোটিফিকেশন লগ notification log
এটিকে সার্চ করবেন তারপর যদি না থাকে কোন প্রবলেম নাই।
প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নোটিফিকেশন লগ
লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করতে পারেন ।
তো ডাউনলোড শেষ হয়ে গেলে অ্যাপ্লিকে ওপেন করবেন।
ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনার রিসেন্ট যে কাজগুলো করেছেন তার সকল একটিভিটি এখানে শো করছে ।
এটি মূলত আপনি যে রিসেন্ট কাজগুলো করেছেন ফেসবুক মেসেঞ্জার জিমেইল আপনি যা-ই থাক না কেন যে মেইল মেসেজগুলো আপনি কিছুক্ষণ আগে ব্রাউজ করেছেন সেগুলো এখানে থাকবে।
এখানে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটি মধ্যে এখানে আপনি 50 থেকে 60 অ্যাক্টিভিটি পেয়ে যাবেন ।
নিচের দিকে একটি নাম্বার দেখতে পাচ্ছেন একটি মেসেজ যে এই নাম্বার থেকে আমার মোবাইলে একটি মেসেজ এসেছিল ।
ওই নাম্বারে ক্লিক করলাম নাম্বার এ ক্লিক করার পর এরকম ভাবে আপনার নিচে অনেক রকম কোডিং লেখা পেয়ে যাবেন এগুলোতে মনোযোগ না দিয়ে।
মাঝখানের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টেক্সট (Android Text) দেখতে পাচ্ছেন এই লেখার ডানপাশে মেসেজ টা রয়েছে
সেটি কিন্তু মেসেজ এটিকে শুধুমাত্র মোবাইলের মেসেজ না।
এখন যদি আমি ম্যাসেঞ্জারের একটি মেসেস দেখায় যেমন থেকে একটা মেসেঞ্জারে একটা মেসেজ আছে আমার কাছে। সেটা আমি ক্লিক করলাম এবং নিচের দিকে অ্যান্ড্রয়েড টেক্সট (Android Text) এর ভেতরের দিকে দেখতে পাচ্ছেন মেসেজটি রয়েছে
এরকম ভাবে আপনি জিমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ যতরকম রিসেন্ট অ্যাক্টিভিটি থাকবে আপনার ফ্রেন্ডের মোবাইলে তার ফেসবুক হোয়াটসঅ্যাপ এর সকল মেসেজ সরাসরি আপনি এরকম ভাবে খুব সহজে তার রিসেন্ট অ্যাক্টিভিটি মেসেজগুলো দেখে নিতে পারেন ।
পোস্টে কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকেই ভিডিওটি দেখে নেবেন
আমি আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভাল লেগেছে পোস্টটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
HELP TRICKBD Author Video embed HTML code দিচ্ছি কিন্তু video Embed হচ্ছে না পোস্ট যোখন এডিট করি তখন দেখাই কিন্তু পোস্ট পাবলিশ হওয়ার পর আর সেটা শো করে না । আপনারা কিভাবে ভিডিও embed করেন সেটি অবশ্যই আমাকে একটু কষ্ট করে জানাবেন । ধন্যবাদ
PERAONAL COMMENT ??????
???????????????
বেশ কিছুদিন ট্রিকবিডিতে আমি কোন প্রকার পোস্ট করি নাই .
কারণ আমার ইউটিউব চ্যানেলটি ছিল সেটি এখন লাস্ট স্টেজে ইউটিউবে সাবস্ক্রাইবারদের মন রাখতে গিয়ে এই অবস্থা।
ছোট ছোট কিছু হ্যাকিং ভিডিও দিয়ে ছিলাম সেজন্য ইউটিউব আমাকে পরপর দুটি strick দিয়ে দিয়েছে।
তো এখন আপনারা বুঝতেই পারছেন আমার ইউটিউব চ্যানেলটি এখন লাস্ট পর্যায়ে আছে ।
তো আমার পুরাতন চ্যানেল থেকে আমি কিছু ভিডিও রিকভার করে আমি আমার নতুন একটি চ্যানেল খুলেছি xTechBD সেই চ্যানেলে আপলোড করেছি।
বর্তমানে আমায় যে নতুন চ্যানেল টা রয়েছে সেটাতে 0 সাবস্ক্রাইবার । ???
পুরনো ইউটিউব চ্যানেলে যে একটি ভিডিও আপলোড করব যে আমায় আমার এই পুরোনো চ্যানেল টা বাদ দিয়ে দিচ্ছে সেটিরও কোন উপায় নেই কারণ 14 দিনের জন্য কোন প্রকার ভিডিও আপলোড করা যাবেনা।
আরজে হ্যাকিং ভিডিও কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে হারিয়েছি তার জন্য যে হ্যাকিং ভিডিও দিবোনা। সেটা কিন্তু নয় আমি আমার ব্লগে ভিডিও সহকারে হ্যাকিং ভিডিও আপলোড করব।
ট্রিকবিডি থেকেও আমার কিছু সাবস্ক্রাইবার এসেছিল আমি আশা করি ঠিক বেটির মেম্বার যারা রয়েছেন যারা আমার এই পোস্টটি পড়েছেন এই বিপদের সময় আমাকে একটু সাহায্য করবেন এবং আমার নতুন চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটির পাশে থাকবেন। ??????
MY New YouTube Channell
এটি আমি আপনাদেরকে বলছি না এটি আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে রিকুয়েস্ট বলতে পারেন বা দাবিও বলতে পারেন। আর কিছু বলার নাই সবই আমার কপাল। কথায় আছে না বিপদের সময় চামচিকাও লাথি দেয়। এ এখন আমার এরকম অবস্থা এসে পড়েছে আজকে আরো একটি চ্যানেল যেটা মুভি চ্যানেল ছিল সেটাও সাসপেন্ড হয়ে গেল।
তো যাই হোক হয়ে বলে এটি ছেড়ে দেবো তা কিন্তু নয় ইউটিউব আমি শখের বসে করি ।
কোন টাকা ইনকামের জন্য নয় ।
ইউটিউব করতে আমার ভালো লাগে ,
ভিডিও আপলোড করতে ভালো লাগে,
কমেন্টের রিপ্লাই করতে ভাল লাগে ,
কারো হেল্প করতে পারলে সেটা আমার ভালো লাগে।
আমি আশা করি আমার এই বিপদের সময়ে আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে নতুন নতুন আরো ভিডিও বানাতে উৎসাহিত করবেন ।
ধন্যবাদ কষ্ট করে পুরো পোস্টটি লাস্ট পর্যন্ত পড়ার জন্য।
এখন থেকে ইউটিউব থাকুক বা না থাকুক নতুন নতুন পোস্ট নিয়ে আমি অবশ্যই ঠিক থাকব ট্রিকবিডিতে নিয়মিত।
আমি জাহিদুল আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন
এই মহামারি করুনার ভিতর সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন |
13 thoughts on "Hot Post ?? অন্যের ফোন হাতে নিয়েই তার সকল প্রকার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিন গোপন একটি সেটিংস এর মাধ্যমে No Data/ No Login "