হ্যালো জনগণ। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের শিখাব Long Exposure Photography 

Long exposure photography কি

আপনি নিশ্চয়ই রাতের রাস্তায় লম্বা আলো লাইন বা সিক্লি ওয়াটারফলসের ছবি দেখেছেন। আর ভেবেছেন বাহ কি এডিট। তবে আপনি ভুল ভেবেছেন। এটি আসলে একটি ফোটগ্রাফি টেকনিক যাকে বলা হয় Long Exposure বা Slow shutter টেকনিক।

মূলত শাটার স্পিডকে কমিয়ে, স্লো শাটার স্পিডকে কাজে লাগিয়ে এমন ছবি তোলা হয়। আপনি ফোন দিয়েই এমন ছবি তুলতে পারবেন। এবং একটু ক্রিয়েটিভ হলে নানা ধরনের অদ্ভুত ও আধ্যাত্মিক ছবি তুলতে পারবেন।এই টেকনিকটি মুভিং অবজেক্ট-এ কাজে আসে।আপনি চাইলে পানিকে ক্রিমি বা আকাশের মেঘকে ধোয়ায় পরিনত করে অনেক সুন্দর ক্রিয়েটিভ ক্লিক নিতে পারবেন।

Long exposure photography কি

Long Exposure Photography টেকনিকঃ

  1. প্রথমে আপনি আপনার ফোনটিকে কোন ট্রাইপড বা স্ট্যাবল কিছুতে এডজাস্ট করুন।
  2. এবার আপনার ফোনের ক্যামেরার প্রো মোডে যান। এবার শাটারস্পিড 2.0+ সেট করুন এবং ISO 64 রাখুন। 
  3. যাদের ফোনে প্রো মোড নেই তারা প্লে স্টোর থেকে Camera FV অ্যাপটি নামাতে পারেন। যাদের ফোনে Iso64 সাপোর্ট করে না তারা ১০০ রাখতে পারেন।
  4. এবার যেকোনো মুভিং অবজেক্ট এর ছবি তুলুন।

দেখবেন মুভিং অবজেক্টটি ব্লারি হয়ে গিয়েছে এবং পিছনে একটি লম্বা লাইন রেখে গিয়েছে। আপনি যদি লাইটের ছবি তুলেন তবে 

এটি হয় দীর্ঘক্ষন শাটার ওপেন থাকার দরুন। ঐ সময় ক্যামেরা সকল কিছুকে ফ্রেমবন্দী করে যার ফরে মুভি অবজেক্ট গুলো ব্লারি হয়ে যায়। 

প্র‍্যাক্টিকাল এক্সারসাইজ:

– প্রথমে ফোনটিকে একটি স্ট্যাবল জায়গায় রাখেন। ট্রাইপড রেকোমেন্ডেড। 

– এবার ক্রমান্বয়ে সাটার স্পিড ১/১০,১,২,৩,৫,৬ দিয়ে কোনো মুভিং অবজেক্ট এর ছবি তুলুন।

– প্রতিটি ছবি লক্ষ্য করুন। দেখবেন দঈ

দীর্ঘ শাটারস্পিড এর ছবিতে মুভিং অবজেক্ট এর টেইল একটু লম্বা এবং ব্লারি, স্বল্প শাটারস্পিড এর ছবি গুলোর তুলনায়।

– ছবিতে শাটারস্পিড দেশি হওয়ার দরুন অত্যাধিক ব্রাইট হয়ে যাবে। সেক্ষেত্রে iso একদম কমিয়ে ছবিকে স্ট্যাবল করবেন।

– এবার একটি স্থীর অবজেক্টের সাথে একটি মুভিং অবজেক্ট নিয়ে একই সিস্টেম ফলো করুন।

নিজে নিজে ছবি গুলোকে স্ট্যাডি করুন। দেখবেন আরো সুন্দর এবং ক্রিয়েটিভ ছবি ক্লিক করতে পারবেন। 

Long exposure photography কি

Long exposure photography টিপস এন্ড এডভান্টেজ :

  • ছবি যদি বেশি ব্রাইট হয় তাহলে হালকা এডিট করে নিতে পারেন।
  • ব্লাব মোড বা লাইট মোড ব্যাবহার করুন।
  • স্থীর অবজেক্ট এর সাথে কোনো মুভিং ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করুন।
  • লাইট টেইল ব্যাবহার করে নিজে অসাধারণ কিছু ছবির ক্লিক নিতে পারবেন। ঝাড়বাতি ব্যাবহার করতে পারেন।
  • ব্লাক এন্ড হোয়াইট ফাইন আর্ট ক্লিক করতে পারবেন।

আমার হ্যান্ড হোল্ড কিছু ক্যাপচার:

____________________________________

 পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার নিখোঁজের দেয়াল ব্লগে 

একরাম আহমেদ শিশির

২৮.৮.২১

12 thoughts on "Long Exposure Photography টেকনিক শিখুন। মোবাইল ক্যামেরা দিয়েই ছবি তুলুন প্রোদের মতো।"

    1. Shishir Author Post Creator says:
      thanks man
  1. স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?

Leave a Reply