যেভাবে আপনারা হাইপারলিংক এবং রিয়াক্ট বাটন সহ টেলিগ্রামে মেসেজ অথবা চ্যানেলে পোস্ট করতে পারবেন
প্রথমে টেলিগ্রামে @dooxbot লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টের প্রথমে যে বট আসবে সেই বটে গিয়ে স্টার্ট লেখায় ক্লিক করুন।
এরপরে English অপশন এ ক্লিক করে আপনার ভাষা নির্বাচন করুন।
এরপরে আপনি যে টেক্সট অর্থ বা ছবির সাথে রিয়াক্ট বাটন যুক্ত করতে চান সেই মেসেজটি সেন্ড করুন।
এরপরে আপনার পোস্টে যে ইমোজি যুক্ত করতে চান সেগুলো সেন্ড করুন
এরপরে পোস্টে ইউআরএল বাটন যুক্ত করতে নিচে ক্লিক করুন
এরপরে আপনার কাঙ্খিত লিংক টি পেস্ট করে সেন্ড করুন এবং তার পরে বাটনে যে লেখাটি দেখাতে চান সেটি সেন্ড করুন।
———————————————————————–
এরপরে পাবলিশ বাটনে ক্লিক করে আপনি যে কোন গ্রুপে চ্যানেলে অথবা যে কাউকে মেসেজটি সেন্ড করতে পারবেন রিয়াক্ট বাটন সহ। নিচের স্ক্রিনশটে দেখুন উদাহরণ।
তবে আপনি যদি সরাসরি চ্যানেলে পোস্ট করতে চান তাহলে বটকে আপনার চ্যানেলের এডমিন বানানো লাগবে।
আজকে এ পর্যন্ত। নিচের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে আপনাদের আমন্ত্রণ থাকলো ।
3 thoughts on "টেলিগ্রামে কিভাবে React & Hyperlink বাটন সহ পোস্ট করবেন ?"