আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কমন একটা সমস্যা সেটা হচ্ছে messenger এ যখন আমরা একাধিক account অ্যাড করি এবং অপ্রয়োজনীয় account টা যখন রিমুভ করতে যাই কিন্তু তখন রিমুভ করা যাচ্ছে না । এই লেখা আসে this account is aslo logged into Facebook on this device . You’ll need to log out of this account on Facebook to remove the account.
এই সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম।
প্রথমে আমরা messager চলে যাবো।
তারপর প্রোফাইলে চলে যাবো।
তারপর switch account ক্লিক করবো।
এখন আপনি যেই account টা রিমুভ করবো সেই account ওপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর ডিলিট আইকন দেখতে পাবেন। ডিলিট আইকনে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছে এখন account remove হচ্ছে না। তারা বলতাছে যে আমার মোবাইলে এই account লগইন করা কিন্তু আমার মোবাইল এই account এখন নাই তারপর ও রিমুভ হচ্ছে না।
সমাধান :
এই সমস্যা সমাধানের জন্য প্রথমে মোবাইলের settings চলে যাবো।
তারপর account & sync চলে যাবো। আপনাদের মোবাইলে শুধু account নামেও থাকতে পারে।
তারপর যেই account টা রিমুভ করতে চান তার I’d নাম্বার টা নিয়ে ওই I’d নাম্বার ওপর ক্লিক করবো।
এখন ok তে ক্লিক করবো। দেন I’d টা settings থেকে রিমুভ হয়ে যাবে।
এখন দেখতে পাচ্ছে সেই আগের account এর ওপর ট্যাপ করে রাখে ডিলিট বাটনে ক্লিক করলে রিমুভ অপশন চলে আচ্ছে।
তো ধন্যবাদ সবাইকে। লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
2 thoughts on "How to fix issue with account removal on messenger and Facebook app"