Two Useful website|দরকারি ২টি ওয়েবসাইট।
আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি।কখনো আমাদের দরকারে,আবার কখনো বিনা প্রয়োজনেও অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি।এমন কিছু অনলাইন টুল আছে যেগুলো আমাদের অনেক কাজ সহজ করে দেয়।তেমনি কিছু ওয়েবসাইট নিয়ে আজকের আলোচনা।
Remove.bg
ফটো এডিটিং তো আমরা প্রায়শই করে থাকি।কখনো কখনো আমাদের দরকার হয় কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।তখন আমরা অনেক অ্যাপস ইউজ করে থাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য।তেমনি একটি ওয়েবসাইট হচ্ছে remove.bg । এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন শুধু মাত্র ছবিটি আপলোড করে।অর্থাৎ,আপনি শুধু মাত্র ছবিটি আপলোড করে দিলেই,ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
তার জন্য প্রথমে ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন remove.bg অথবা এখানে ক্লিক করুন।
তারপর Upload Image এ ক্লিক করুন।
তারপর পারমিশন চাইলে Allow করে দিন।
তারপর যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান,সেটি সিলেক্ট করুন।তারপর উপরে Done এ ক্লিক করুন।
তারপর পিকচারটি আপলোড হলে দেখুন অরিজিনাল পিকচারটি।
Removed Background এ ক্লিক করলে দেখতে পারবেন আপনার আপলোড করা পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।এখন আপনি চাইলে পিকচারটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড অপশনে ক্লিক করে।নোট: Download Hd তে ক্লিক করে ডাউনলোড করতে গেলে একাউন্ট বানাতে হবে।
Pdf Candy
Pdf candy এমন একটি ওয়েবসাইট যেখান আপনি পিডিএফ কে সব ধরনের ফাইলে কনভার্ট করতে পারবেন। প্রথমে আপনার ব্রাউজারে যাবেন,তারপর টাইপ করবেন pdfcandy.com অথবা এখানে ক্লিক করুন।
তারপর দেখুন এখানে ৪০+ টুলস আছে।
Compress PDF : এই টুলসটি দিয়ে আপনি পিডিএফ ফাইল কম্প্রেস অর্থাৎ জিপ/রার/7z এ কনভার্ট করতে পারবেন।
Merge PDF : এই টুলসটি দিয়ে ২টি পিডিএফ ফাইল একসাথে একটি পিডিএফ ফাইল বানাতে পারবেন।
PDF to word : পিডিএফ ফাইলে শব্দে কনভার্ট করতে পারবেন।পিডিএফ ফাইলের ভিতর যত ওয়ার্ড/শব্দ আছে সব টেক্সটে কনভার্ট হয়ে যাবে।
Word to PDF : আপনি কিছু লেখাকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন।
Excel to PDF : Excel ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। Excel ফাইলের ডাটা গুলো পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে।
JPG to PDF : JPG ফরম্যাটের ছবিকে পিডিএফে কনভার্ট করতে পারবেন।পিডিএফ ফাইলের ভিতরে JPG ফরম্যাটের ছবিটি থাকবে।
PDF to JPG : যেকোনো পিডিএফ ফাইলকে JPG ফরম্যাটের পিকচারে কনভার্ট করতে পারবেন।
Edit PDF : পিডিএফ ফাইল এডিট করে ইচ্ছে মত কাস্টোমাইজ করতে পারবেন।
Read more: Best Computer Training Institute in Chandpur
Protect PDF : পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড বানাতে পারবেন।এজন্যে আপনার পিডিএফ ফাইলটি আপলোড করে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে কনভার্ট করে নিবেন।পাসওয়ার্ড ছাড়া কেউ উক্ত পিডিএফ টি ওপেন করতে পারবে না।
Unlock PDF : পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইলকে আনলক করার জন্য এই টুলটি ইউজ করতে পারেন।
এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে।আপনি আপনার দরকার অনুসারে সেগুলো ইউজ করতে পারেন।
6 thoughts on "Two Useful website|দরকারি ২টি ওয়েবসাইট।"