আসসালামু আলাইকুম,

আগের পোস্টে আমি ৫টি এমন Bot এর কথা বলেছিলাম যেগুলো খুবই কাজের এবং খুবই উপকারী। এই পোস্টেও আমি এমনই আরো ৫ টি টেলিগ্রাম বটের কথা বলবো যেগুলো আপনার কাজকে আরো সহজ করে দিবে বলে আশা করি।

?১) Video Downloader Bot

Bot Username : @VideoDownloadBot

নামের সাথে কাজের মিল আছে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এই বটের মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটের ভিডিও লিংক কপি পেস্ট করে সেসব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চিন্তা করবে না। ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশা করি Bot টি উপকারে আসবে।

 

?২) Image To Text Bot

1) Bot Username : @the_ocr_bot
2) Bot Username : @imageToText_bot

আমি আপনাদের দুটি Bot ই দিচ্ছি। যদি দেখেন একটি কাজ করছে না বা লিমিট দেখাচ্ছে তবে অপরটি ব্যবহার করতে পারেন। দুটি Bot ই অনেক ভালো কাজ করে। আপনি শুধু আপনার ছবিটি পাঠাবেন আর বট সে ছবিতে থাকা টেক্সট গুলো আপনাকে মেসেজ করে রিপ্লাই করবে। এটাই এই বট দুটির কাজ।

 

?৩) Truecaller Bot

আপনারা অনেকেই হয়তো Truecaller এর নাম শুনেছেন। প্লে-স্টোরে এর একটি এপও আছে। এর মূল কাজ হচ্ছে আপনাকে কেউ অপরিচিত নাম্বার থেকে কল দিলে তার পরিচয় দেখানো। এই বটও ঠিক অনেকটা ঐ কাজই করে।

আপনাকে শুধু Bot এ Login করতে হবে। এরপর আপনার নাম্বারটি দিতে হবে। নাম্বারে OTP কোড যাবে। সেটি বসাতে হবে। এরপর লগইন হয়ে যাবে। এরপর আপনি যে নাম্বারটি সম্পর্কে জানতে চান এখানে শুধু সে নাম্বারটি মেসেজ করেন। তাদের ডেটাবেসে সে নাম্বারটি সম্পর্কে যেসব ইনফরমেশন বা তথ্য থাকবে আপনাকে তারা পাঠিয়ে দিবে।
বলে রাখি, আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। এ নিয়ে চিন্তা করতে হবে না।

 

?৪) Walls Bot

Bot Username : @awesomewallsbot

এই বটের কাজ অন্যান্য যে বটগুলোর কথা বলেছি সেগুলো থেকে একেবারেই আলাদা।
আপনি Start এ ক্লিক করবেন। এরপর যতবারই /Random লিখে টাইপ করে সেন্ড করবেন ততবারই আপনাকে একটি High Qualityর ছবি পাঠাবে।

যেমন দেখুন আমাকে Unsplash থেকে একটি ছবি পাঠিয়েছে।

 

এরকম যতবারই আপনি /Random লিখে সেন্ড করবেন ততবারই আপনাকে আলাদা একটি ছবি এই bot পাঠাবে। অনেক মজার আবার ইন্টাররেস্টিংও। অনেকের কাজে লাগতে পারে বলে এটা লিস্টে রেখেছি।

 

?৫) meme creator

Bot Username : @CreateMeme_bot

আপনি যদি একজন Meme Lover বা Meme creator হয়ে থাকেন তবে এই Bot টি আপনার জন্যেই। বটের কাজ খুবই সিম্পল। আপনাকে একটি ছবি পাঠাতে হবে। এরপর বট বলবে ছবির উপরে আর নিচে Text বসাতে। আপনি আপনার ইচ্ছানুযায়ী Text বসাবেন আর Bot সেটি নিজে তৈরী করে আপনাকে পাঠাবে।

 

তো এই গেলো ৫ টি বট যা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে গালি দেওয়ার দরকার নেই।

Next এ কি নিয়ে পোস্ট চান জানালে ভালো হয়। অন্তত নেগেটিভ কমেন্ট থেকে যেন বাচতে পারি।
ধন্যবাদ।
ইনশাল্লাহ আবারো দেখা হবে।
This Is 4HS4N
Logging Out….

16 thoughts on "(পর্ব–২) ৫টি উপকারী টেলিগ্রাম বট। 5 Useful Telegram Bots (Part –2)"

  1. ‍‍‍‍ Contributor says:
    খুব সুন্দর পোষ্ট
    1. 4HS4N Author Post Creator says:
      Thank you
  2. Levi Author says:
    Lol. Truecaller Bot Disable hoye geche.
  3. 4HS4N Author Post Creator says:
    Thanks
  4. mdimam hossein Contributor says:
    Vai telegram group manage korar janno akta boat suggest koren
  5. Md Sajeb Hossain Contributor says:
    যেকোনো লিংক কে গুগল ড্রাইভ লিংক এ কনভার্ট করার বট লিংক টা আমার লাগবে।
    1. 4HS4N Author Post Creator says:
      এ নিয়ে শীগ্রই পোস্ট দিবো ইনশাল্লাহ
  6. md_rokib_1997 Contributor says:
    wall bot ar moto same bot Nia part 3 dian vai
  7. Sïmplë sömrüt Author says:
    ট্রু কলার এর টেলিগ্রাম লিংক নাই
    1. 4HS4N Author Post Creator says:
      Sorry

      @RespawnRobot

  8. Rakib hasan1 Contributor says:
    ভাইয়া 2nd line নাম্বারের জন্য কোন বট আছে? যেমন 2nd line noumber এপ ওইরকম।
  9. N@BIL KH@AN Contributor says:
    TrueCaller bot kaj kore na….

Leave a Reply