আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?

আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের VPN কানেক্ট করবেন কোনো সফটওয়্যার ছাড়া। মানে আপনার Android ফোনের সেটিং ব্যবহার করে Vpn কানেক্ট করবো কোনো apk ছাড়াই। তো চলুন শুরু করা যাক।

বিস্তারিত পোস্টঃ

আমাদের বিভিন্ন কাজে প্রতিনিয়ত ভিপিএন ব্যবহার করতে হচ্ছে। এর ফলে আমাদের অনেক ভিপিএন সফটওয়ার ব্যবহার করতে হচ্ছে। আর আমরা জানি ভিপিএন সফটওয়্যার ইউজ করলে অনেক এমবি খায়। অর্থাৎ ডাটা চার্জ বেশি লাগে। আবার যাদের মোবাইলের র্যাম কম তাদের মোবাইল অনেকসময় হ্যাং করে। আর আজ আমি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছি।

কার্যপদ্ধতিঃ

1. মোবাইলের ডিফল্ট vpn চালু করতে প্রথমেই আপনাদের মোবাইলের সেটিং এ যেতে হবে।

2. তারপর More এ যান।

3. তারপরে VPN সিলেক্ট করুন।

4. এখন আপনাদের যাদের মোবাইলে কোনো লক সেট করা নেই তাদের মোবাইলে নিচের অপশন আসবে।

আপনারা ok ক্লিক করে যেকোনো একটা সিকিউরিটি লক অন করে দিন।

5. আর যাদের আগে থেকে স্কিন লক অন করা ছিল তাদের সরাসরি এই অপশনে নিয়ে আসবে। আপনি এখান থেকে Add vpn profile অর্থাৎ প্লাস চিহ্নে টিপুন।

6. পরের অপশনে নিচের চিত্রের মতো name, password, server address ইত্যাদি দিতে হবে।

কিন্তু এইগুলো আপনি কোথায় পাবেন?

সেজন্য প্রথমেই এখানে ক্লিক করে Vpngate ওয়েবসাইটে প্রবেশ করুন।

7. Vpngate ওয়েবসাইটে প্রবেশ করার পর L2TP/IPsec বাদে সবগুলো অপশনে আনমার্ক করে refresh server list ক্লিক করুন।

8. রিফ্রেশ হয়ে গেলে আপনি এখানে বিভিন্ন দেশের server adress দেখতে পারবেন। আপনি ইচ্ছা মত একটি দেশের server address কপি করুন নিচের স্কিনশটের মতো। (আমি Japan সার্ভারটা কপি করলাম।

9. কপি করার পর আগের মোবাইল vpn সেটিং এ চলে আসুন।

10.এবার Name এ আপনি যেদেশের সার্ভার কপি করেছিলেন সেই দেশের নাম দিন।

type এ L2TP/IPsec PSK সিলেক্ট করুন।

server address এ কপি করা সার্ভার টা পেস্ট করুন।

11. এবার একটু নিচে এসে IPsec pre-shared key এ vpn দিয়ে save ক্লিক করুন।

12. save ক্লিক এরপরে এইরকম একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন।

13. এবার আপনাকে username ও password দিতে বলবে আপনি দুইটাতেই vpn লিখে Connect টিপুন।

14. দেখুন কানেক্ট হচ্ছে।

15. কানেক্ট হয়ে গেছে।

16. proof:

তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

ধন্যবাদ।

20 thoughts on "দেখুন কিভাবে আপনি আপনার মোবাইলে থাকা ডিফল্ট VPN কানেক্ট করবেন কোনো সফটওয়্যার ছাড়া। বিস্তারিত পোস্টে।"

    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      Thanks
  1. MD Nazmul Hasan Contributor says:
    Nice post…. Amar kache ai vpn use e speed beshi pelam mone hoy…
    Aage to apps diye use kortam…tokhon ato speed petam na…
    Thank You
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      Welcome
  2. Saru Contributor says:
    এগুলো ব্যবহার করলে ফোনের প্রাইভেসির কোন সমস্যা হবে কিনা?
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      তেমন না।
  3. Md Swapon Mia Contributor says:
    সিঙ্গাপুর সার্ভার লাগতো – শুধু জাপান আর মাত্র ৩/৪ টা সার্ভার বাকি গুলো কোথায় পাবো…?
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      Onno website a search kore dekhte hobe.
    2. Saru Contributor says:
      আচ্ছা পেইড ভিপিএন গুলোতে দেখি সিঙ্গাপুর ভালো কিন্তু এখানে দেখছি জাপানের টা ভালো কারণটা কি?
  4. £ÑGÎÑ££Ř Contributor says:
    all phn setting a thake na mybe
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      All android phone ei thakbe bhai .. sure
  5. JSzabed Contributor says:
    Bangladesh Server Dite parben
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      Nai…
  6. NazmulNahid Contributor says:
    ভাই গেইম এর জন্য কোনটা ভালো হবে ?
    1. Akash_Ahmed4555 Contributor Post Creator says:
      এইটাও ভালোই হবে।
  7. Tasnif Islam Bipul Contributor says:
    Thanks vaiya onak upokari akta post.
  8. the choice one Contributor says:
    How to Rip video from any streaming site?
  9. Sohag21 Author says:
    Wonderfull ? onek boro help korlen vai. Thank you so much ??

Leave a Reply