হেলো বন্ধুরা কেমন আছেন সবাই ?
আশাকরি সবাই ভালো আছেন ।চলে এলাম আরো একটি পোস্ট নিয়ে ।আশাকরি পোস্ট টা আপনাদের অনেক কাজে লাগবে ।পোস্ট এর Title দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি,হ্যা আজকে আমরা মোবাইল দিয়ে রাউটার ছাড়াই কিভাবে আমাদের Wifi কতজন ইউজ করছে সেটা দেখব।
* পোস্ট এর বিষয়ে কিছু কথা *
এখনকার সময়ে প্রতিনিয়ত সবাই যে যার নিজের বাড়িতে Wifi লাগাচ্ছে । কিন্তু Android 10 এবং Xiaomi এর ডিভাইস গুলোতে qr code scanner এর মাধ্যমে wifi share করা যায় ।যার ফলে দেখা যায় যে আপনি আপনার বাড়ির পাশের একটা বন্ধুকে Wifi Connect করে দিলেন কিন্তু আপনার বন্ধুর কাছে থেকেও অন্যন্যরা নিয়ে নিলো।এতে করে আপনার Wifi এর স্পিড অনেক কমে যায় কারন আপনার wifi অনেকেই ইউজ করে কিন্তু আপনি বুঝতে পারেন না।
আর সবসময় বারবার রাউটার Configuration পেজ এ ঢুকে চেক করা পসিবল হয়না।আর তাছাড়াও মোবাইল দিয়ে রাউটার Configuration পেজ খুব একটা ভালোভাবে সেটাপ করা যায়না।
উলটা পালটা কমেন্ট না করে যারা জানেন তারা ইগনোর করুন ।সবার জানার অধিকার আছে।আপনি জানেন তারমানে এই না যে আর কেউ জানতে পারবেনা।
চলুন শুরু করিঃ
প্রথমে নিচে থেকে অ্যাপ টি ডাউনলোড করুন এবং ওপেন করুন
Download From Here : Playstore
এবার একটু লোডিং নিবে ।অপেক্ষা করুন
এবার Let’s Start এ ক্লিক করুন
এবার Wifi access পারমিশন টা দিয়ে দিন
তাহলেই দেখবেন আপনার Wifi Router এ যত ডিভাইস কানেক্টেড আছে সেগুলো স্ক্যান হয়ে যাবে ।তারপর Device Details এ ক্লিক দিন
তাহলেই দেখবেন আপনার সামনে সব ডিভাইসের লিস্ট চলে এসেছে
এখান থেকে যেকোনো ডিভাইসের উপর ক্লিক করে আপনি ওই ডিভাইসের সকল ডিটেইলস দেখতে পারবেন
এভাবে খুব সহজেই আপনি রাউটার Configuration পেজ ছাড়াই আপনার Wifi Router এ Connected ডিভাইস চেক করতে পারবেন
আশাকরি আপনারা সবাই এই পোস্ট টি বুঝতে পেরেছেন ।আমি সব বুঝিয়ে বলেছি।তারপরও কেউ যদি বুঝতে না পারেন তাহলে পোস্ট টি আরেকবার মন দিয়ে পড়তে পারেন আর নাহলে কমেন্ট করতে পারেন ।
চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেনঃ Click Here
আমার সাথে যোগাযোগ করতে চাইলেঃ Contact me
[বিঃদ্রঃ আমার পোস্ট টা আমার অনুমতি ছাড়া Trickbd.com এবং আমার নিজের সাইট এর বাইরে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ]
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
try na kore comment korben na eta kmn ktha, question er answer dite na parle post korchen kno