আশা করি সবাই সুস্থ সবল আছেন,
না থাকলেও আশ্চর্য হবার কিছু
নাই…. দেশের যে অবস্থা !!!
যাউগ্যা….. আমরা সবাই
জানি whatsapp কত ভালো মানুষ…
থুক্কু App…. এর গুণকীর্তন করার কোন
দরকার বোধ করি নাই। তয়, whatsapp এর
একটা সমস্যা আছে সেটা হল ১ বছর
পরে এর ট্রায়াল ভার্সন বন্ধ
হয়ে যায়। আপনি যদি আবার সেই
নাম্বার দিয়ে App টি ব্যাবহার
করতে যান
তাইলে আপনাকে টাকা দিয়ে এর
সার্ভিস কিনে নিতে হবে।
জাতিকে এই বিপদ
থেকে কে উদ্ধার করবে? নিশ্চয়ই
আমি নই। আমি নিজেও
বিপদে পরছিলাম…. যেমনে উদ্ধার
পাইছি তেমনে যদি আপনিও করেন
আশাকরি নগদে সুফল পাইবেন।
তাইলে আর কথা না বাড়াই….
দেখে নিন কিভাবে খুব সহজেই
আপনি এক বছরের জন্য আপনার
Whatsapp Account এর মেয়াদ
বাড়িয়ে নিতে পারেন। পনার
সর্বসাকূল্যে যা করতে হবে তা হলো….
আপনার Whatsapp Account টি delete
করে দিয়ে আবার নতুন account create
করতে হবে। ( Account delete করা আর
ফোন থেকে Whatsapp delete
বা Uninstall করা এক কথা নয়।
Account delete
করতে না পরলে নিচে দেয়া স্টেপ
গুলো ফলো করুন)
Note: এই পদ্ধতি শুধুমাত্র
তখনই কাজ করবে,
যদি আপনার Whatsapp

Account এর মেয়াদ এখনও
থেকে থাকে। তাই
আপনার Whatsapp Account
এর মেয়াদ শেষ
হয়ে যাওয়ার কিছুদিন
পূর্বেই মেয়াদ
বাড়িয়ে নিন;
নাহলে পরে পস্তাবেন।
আপনার Whatsapp Account টি delete
করার পূর্বে একটু সতর্ক করে দিই।
আপনি যখন আপনার Account টি delete
করে দিবেন তখন-
সকল group
থেকে আপনি অটো
Remove হয়ে যাবেন। তাই
আগে থেকেই সতর্ক
হোন…. কোন কোন group এ
আপনি ছিলেন তা নোট
করে রাখুন, আর বন্ধুদের
বলে রাখুন যেন
আপনাকে আবার
তারা invite করে।
আপনার সকল message history
মুছে যাবে। তাই message
গুলো backup করে রাখুন।
backup করতেঃ Settings >
Chat settings > Backup
conversations.
এতে করে আপনার message
গুলো internal storage এ save
থাকবে এবং প্রয়োজন
বোধে পরবর্তীতে আপনি তা
restore করতে পারবেন।
এখন, আপনি যদি প্রস্তুত থাকেন
তো চলুন রিনিউ করে দিই আপনার
Whatsapp Account এর মেয়াদ। নিচের
স্টেপ গুলো follow করুন-
আপনার ফোনে Whatsapp
app টি Open করুন, তারপর
Settings > Account >
Delete my account এ যান .
আপনার phone number দিন
( যে নাম্বারে রেজিস্ট্রেশন
করা) এবং Continue এ টাচ/
TAP করুন ।
Delete my account . অপশনে
টাচ/TAP করুন। ব্যাস,
আপনার আপনার Whatsapp
Account টি delete
হয়ে গেছে।
এবার আপনার ফোন
থেকে Whatsapp Uninstall
করে দিয়ে ফোন Restart
দিন।
নতুন করে Whatsapp install করুন
এবং নতুন করে register করুন।
এবার উপভোগ করুন বাড়তি এক বছরের
মেয়াদ।
** আপনার যদি message ব্যাকআপ
করা থাকে তবে Whatsapp
আপনাকে তা restore করতে বলবে।
প্রয়োজন মনে করলে restore
করতে পারেন… না করলে নাই।
কোন
জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলুন।
এ পদ্ধতিতে আমি আমার একাউন্টের
মেয়াদ বাড়িয়েছি, সুতরাং এ
পদ্ধতি সন্দেহাতীতভাবে শতভাগ
পরীক্ষিত এবং 100% কাজ করবে। এ
ব্যাপারে কোন কথা চলবে না।

3 thoughts on "ফ্রি তে বাড়িয়ে নিন Whatsapp এর মেয়াদ আরও একবছর। মেয়াদ শেষ হওয়ার আগেই লুফে নিন…."

Leave a Reply