আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?
আমাদের মোবাইল ফোন গুলোতে আমরা সব সময় বিভিন্ন ছবি ভিডিও ইত্যাদি রেখে থাকি, অনেক কাজের হয়ে থাকে এইসব আমাদের জন্য।
আমরাও চাই সেইসব ছবি বা ভিডিও এর মধ্যে ব্যাক্তিগত ছবি বা ভিডিও গুলোকে প্রাইভেট করে রাখতে। এই জন্য বিভিন্ন আলাদা আলাদা অ্যাপস ব্যাবহার করতে হয়।
যা এক প্রকার ঝামেলা হিসেবেই গণ্য করা হয়, আমরা অনেকেই গুগল ফটোস অ্যাপস এর সাথে পরিচিত। আপনি চাইলে বাড়তি কোনো অ্যাপ এর ঝামেলা ছাড়াই গুগল ফোটোস দিয়ে ছবি ভিডিও লক করতে পারবেন।
অবশ্যই আপডেট ভার্সন ব্যবহার করতে হবে, যদি আপডেট করা না থাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন।
এইবার অ্যাপস এর ভেতরে প্রবেশ করবেন। তারপর library তে ক্লিক করুন।
এইবার ওপরে utilities লিখা আছে সেখানে ক্লিক করুন।
এইবার স্ক্রোল করে আসুন set up Locked folder এ ক্লিক করুন। Get start এ ক্লিক করুন।
দুঃখিত পরের স্কিনশট গুলো নেওয়া যাই নী যেভাবে বলছি সেভাবে করবেন আশা করছি হবে।আপনাদের ফোন থেকেই।
এইবার নিচে স্ক্রিন এর কোনায় দেখতে পাবেন set up লিখা আছে সেটাই ক্লিক করবেন। এইবার এই জায়গা তে আপনি পাসওয়ার্ড বা লক যেটা ইচ্ছা দিতে পারেন।
লক করা ফোল্ডারে ছবি ও ভিডিও যোগ করতে ‘Move Item’ বাটনে ট্যাপ করুন। এইবার গ্যালারি এর সব ছবি ভিডিও পাবেন এইবার পছন্দ করে হাইড করে রাখুন।
একবার আপনি নির্বাচন করা হয়ে গেলে ‘Move’ অপশনে ট্যাপ করুন। তবে যদি Google Photos ডিলেট করেন তাহলে ফোল্ডারে থাকা ছবি, ভিডিওগুলিও ডিলেট হয়ে যাবে।
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন