আসসালামুয়ালাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন।

সবাই কে দেখছি এখন WHAFF নিয়ে অনেক হুড়ো  হুরি শুরু করে দিয়েছে। আমি অনেক অলস তাই কাজ করতে ভাল লাগে না। আবার বাসায় ব্রডব্যান্ড নাই তাই এটা ব্যবহার করার সাহস পাই না, অবশেষে অনেক কষ্ট করে একটা Mod APK পাইলাম। এটার সুবিধা হল এটা ইন্সটল করে রাখলেই প্রতি ১০ দিন এ ১ ডলার দিয়ে দেয়।  তা ছাড়া অ্যাপ ইন্সটল ছাড়া আরও অনেক ওয়ে আছে সেটা দিয়ে তো আয় করা জাবেই।

আমি প্রথম এ বিশ্বাস করি নি কিন্তু আজকে ১০ দিন হল আর অটো ১ $ আসলো তাই ভাবলাম শবার সাথে শেয়ার করি।

1

আসুন তাহলে এটা ব্যবহার এর নিয়ম জেনে নেই।

১. MOD APk ক্লোজ করা যাবে না, অর্থাৎ এটা running থাকতে হবে। একটু ram যায় তাও প্রতিদিন এমবি শেষ করে কাজ করার চে ভাল।

২. ইন্সটল করে Facebook দিয়ে connect করতে হবে।

৩. Invitation Code Only CF36503 এটা ব্যবহার করতে হবে।  এটা আমার কোড না। যে এই Apk Mod করেছে তাঁর Code এটা না দিলে MOD APK কাজ করবে না।

My whaff

৪.আপনার মোবাইল এর ব্যাটারি Saver  থেকে Whaff App তা যেন না রিমুভ হয় সেটা খ্যাল রাখবেন।

MOD APK Download (Mediafire)

MOD APK LINK 2 (MUST Working Link)

আশা করি আপনাদের উপকারে আসবে। এটা দিয়ে আপনি COC এর Gem কিনতে পারবেন।

5 thoughts on "Auto Whaff Reward Mod দিয়ে এখন আর কাজ করতে হবে না Install করে রাখলেই প্রতি ১০ দিন এ ১$ পাবেন।"

  1. soykot Contributor says:
    manus k boka paicos.. tai na.. sala
  2. Jamiul Soikat Contributor says:
    আমার ফেবু তে কানেক্ট হয় না কি করব?
  3. Shahin shah Contributor says:
    Vai aita 100% kaj korbu tho..??
  4. KhalidSJ Contributor says:
    Facebook diye connect korar por akta code chaibe sekhane CE53819 code ta diben taile 0.300 dolar paben CE53819 code ta copy korun othoba likhe rakhun

Leave a Reply