নানা কারনে মাঝে মধ্যেই কোন না কোন নাম্বার ব্লক করার প্রয়োজন হয় আমাদের।

আর আমরা এটি করার জন্য সাধারণত কোন না কোন অ্যাপ ব্যাবহার করি।

অ্যান্ড্রয়েডের জন্য অনেক কল ব্লকার সফটওয়্যার পাওয়া যায় নেটে।

কিন্তু আজ আমি একটা টিপ্স দেব, এটা দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন কিন্তু অ্যাপ ডাউনলোড করার ঝামেলাও পোহাতে হবে না।

তালে শুরু করা যাক।

প্রথমে,

আপনার হোম স্ক্রিন হতে ফোনবুক এ ক্লিক করুন।

যে নম্বর টি ব্লক করতে চান তাতে ক্লিক করুন, নম্বরটি যদি সেভ করা না ধাকে তাহলে সেভ করে নিন।

  • এখানে লক্ষনীয় যে আপনি যে নম্বরটি ব্লক করতে চান তা আপনার ফোন কন্টাকে সেভ করা থাকতে হবে । সিমে সেভ করা থাকলে হবে না। সিমে সেভ করা থাকলে তা সেটে মুভ করে নিন বা সেটে নতুন ভাবে সেভ করুন।

এখন ওই নম্বরে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

Call Block Without App - Bengali Tutorial

প্রথমে চিত্র ১ এর ন্যয় দেখতে পাবেন এ অবস্থায় ফোনের মেনু বাটনে ক্লিক করলে চিত্র ২ এর ন্যায় অপশন পাবেন। এখন চিত্র ২ এ Block incoming calls এ টিক দিন।

ব্যাস কাজ শেষ আপনার ফোনে উক্ত নম্বরটি ব্লক হয়ে গেছে।

আনব্লক করার জন্য শুধু Block incoming calls এ টিক উঠিয়ে দিন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। টিউন টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

টিউন টি প্রথমে প্রকাশিত হই আমার সাইট Itmela24.com এ। সাইট টি ঘুরে আসার আমন্ত্রন রইল।

2 thoughts on "অ্যাপ ছাড়াই ব্লক করে রাখুন যে কোন ফোন নাম্বার"

  1. Atik Hasan Author says:
    Image koi????!!!!!

Leave a Reply