পাসওয়ার্ড ভুলে গেছেন?

এন্ড্রয়েড সেট এর পাসওয়ার্ড ভুলে গেলেও সেট অন করা টা একদম সহজ। সেট বন্ধ করে power বাটন এবং Volume up বাটনে একসাথে চেপে ধরে সেটের ফেক্টরি মোডে গিয়ে Factory Data Reset করলেই হয়। কিন্ত এতে অনেক প্রয়োজনীয় জিনিস হারানো যায়, আগের ইন্সটল করা এপ আনইন্সটল হয়ে যায়। Message, Contact, Call log মুছে যায়। কিন্ত এগুলা না হারিয়েই যদি সেট অপেন করা যায় সেটা কেমন হবে???? এখন সেটাই বলব।
আগেই বলে রাখি এজন্য আপনার সেটে কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া থাকতে হবে। এখন নিচের লিংক থেকে আমার বানানো জিপ ফাইল টা অন্য কারো সেট দিয়ে ডাউনলোড দিয়ে sd card এ রাখুন।

Android All Password Reset.zip

তার পর এই মেমরি টা আপনার/যে সেটের লক খুলবেন সে সেটে ঢুকান। এখন সেটের রিকভারি মোডে যান। রিকভারি মোডে যেতে সেট বন্ধ অবস্থায় Power এবং Volume up বোতামে একসাথে চেপে

ধরে রাখুন। রিকভারি মোডে গেলে Install zip from sd card এ যান। তার পর chose zip from sd card এবং এই ফাইল টা দেখিয়ে দিয়ে ok দিন। ইন্সটল হলে সেট রিবুট দিন। এবার দেখুন যাদু!! কোনো লক ই নাই।
[বিঃদ্রঃ এটা দিয়া পিন এবং প্যাটার্ন দুই লক ই আনলক করা যাবে।]

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd এর সাথেই থাকুন।

5 thoughts on "এবার খুলে ফেলুন যে কারো ফোনের Pattern Lock খুব সহজেই।"

  1. munnamizan Contributor says:
    All Android devices e kaj korbe?
    1. Tipu sultan Author Post Creator says:
      hmm. korba….
  2. jahiruddin86 Contributor says:
    download করতে পারতেছিনা কেন?
    link টা কাজ করতেছেনা।
    কি করতে পারি?
  3. Nerob shawon Contributor says:
    Vai kaj hoina to
  4. Arif Aj Contributor says:
    Download করার সময় Creat Dawnload Link এ Click করুন Dawnload হবেই

Leave a Reply