কেমন আছেন সবাই ? আশা-করি অনেক অনেক
অনেক ভাল , আজ আমি আপনাদের এই পোস্ট
লিখছি Xposed Module নিয়ে , যেটা আমরা সবাই
Gravity Box হিসেবে জানি । এটা দিয়ে কি করা যায়
সেটা আসলে ৬০% Android User রাই জানি , Gravity Box কি?
গ্র্যাভিটিবক্স হলো একটি Xposed Module. বলতে
গেলে Xposed এর সেরা মডিউল। এটি মূলত
মিডিয়াটেক MTK6589 ডিভাইস গুলোর জন্য ডিজাইন
করা হয়েছিল যাতে তারা তাদের স্টম রমেই কাস্টম
রম এর ফিচার পেতে পারে। কিন্তু পরে এটিকে
আরো ডেভেলপ করা হয় এবং এখন প্রায় সব
AOSP (Android Open Souce Project) Based
রমেই সাপোর্ট করে। গ্রাভিটিবক্স এর জেলিবিন ,
কিটক্যাট ও ললিপপ এই তিনটি ভার্সন আছে। তিনটির
ফিচার প্রায়ই একই। এটি ব্যবহার করতে হলে
আপনাকে ফোন রুট করতে হবে।
ফিচারসমূহঃ
Navigation Bar Add/Customization
CM Pie Control
Statusbar QuickSettings Tile Management
Lockscreen Targets
Battery indicator style
Advanced power-off menu
Minimal brightness setting
Hardware key actions

Expandable Volume Panel
Data Traffic monitor
Smart Radio
Battery charging LED
Transparency
আরো অনেক…
এগুলার বিস্তারিত বলতে গেলে আইজকা আর হইত না
, আরেক দিন এসবের বিস্তারিত না হয় বলব
# যা_যা_লাগবেঃ
*Rooted Android
*Xposed framework
*Gravity Box
# যেভাবে_ইনস্টল_দিবেনঃ
১. আগে আপনার ফোনের রম টির ব্যাকাপ করে
নিন। যেহেতু এটি রুট লেভেলের এপ তাই না
বুঝে কিছু করতেগেলে ফোনের ক্ষতি হতে
পারে। আমরা তার জন্য দায়ী থাকবো না।
২. ফোনে Xposed Feamework ইনস্টল করুন।
৩. আপনার ফোনের ভার্সন অনুযায়ী গ্রাভিটি বক্স
এপটি ডাউনলোড কবে সেটাপ দিবেন। কিন্তু চালু
করবেন না।
৪. Xposed এপ এর ভিতর modules অপশন এ ঢুকে
gravity box এর পাশে টিক দিয়ে মডিউল টি একটিভেট
করুন। তারপর ফোনটিকে একবার রিস্টার্ট দিন।
৫.তারপর গ্রাভিটিবক্স এর ভিতর ঢুকে কাস্টমাইজেশন
শুরু করুন।
** আর মাঝে মাঝে xposed এর ভিতর ঢুকে গ্রাভিটি
বক্স এর নতুন আপডেট আসছে কিনা চেক্করে
নিবেন। কারন আপডেট যত নতুন হবে এর ফিচার
আর স্ট্যাবিলিটি তত বেশি হবে।
# বিঃদ্রঃ কিছু কিছু ফোনে এপ টি সাপোর্ট নাও
করতে পারে। তাই আবারো বলছি এই এপ টি নিয়ে
কাজ করার আগে আপনার রম এর একটা ব্যাকাপ করে
নিবেন।
Gravity Box [JB]
Gravity Box [KK]
Gravity Box [LP]
Xposed Framework [JB/KK]
Xposed Framework [LP]
এই সব গুলো Apps নিচের জিপ টাতে রইল ,
সবচেয়ে মজার ব্যাপার হল আপনি Android Lopipop
সহ এই কাস্টমাইজেশন করতে পারবেন
# Download_Link : https://www.sendspace.com/
file/xemgyx
যেখানেই থাকুন , ভাল থাকুন AnsBd.gq এর সাথেই থাকুন
,
ধন্যবাদ

Source:

AnsBd.gq
2nd Part full in AnsBd. gq

10 thoughts on "Gravity Box দিয়ে ইচ্ছেমত Customization Part-1"

  1. fahim Contributor says:
    ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করুন ভাই কথা আছে facebook.com এ ফ্রেন্ড রিকু পাঠাইছি নামঃ সুলতান আহমেদ
    1. It'Z Prince Author Post Creator says:
      হুম করেছি
  2. Riadrox Legend Author says:
    Bug ase.. Besidin use korte parben na.
    1. It'Z Prince Author Post Creator says:
      rooting,theming is very risky,you have to do on your own risk
  3. alamin akash Contributor says:
    vai amar mobile root korte chai kibabe korbo plz help me

    samsung galaxy grand new plus GT-I9060I

    1. It'Z Prince Author Post Creator says:
      contact me on ansbd.gq
  4. spiderrr Contributor says:
    আমার মোবাইলে play store চলে না।
    এবং google play servis চলে না unfortunately stop দেখায়। তাই clash of clans এ লগিন করতে পারছি না।
    এখন আমি কি করব?
    কেও বলেন?
  5. munnamizan Contributor says:
    Spiderr apnar phone restore factory setting dan. dik hoye jabe .

    Na hole flash dan na hole castom rom use Korean.

    Problem hole comment

  6. blackshadow Contributor says:
    vai akti help koren pzzzz
    amar symphony v52:mobile xposed installer e install/update hoi na. kono laj korte pari na… plzzz help me…
  7. Nh Nirob Contributor says:
    Vi ami akhno symphony v80 mobile ar Xposed Modules টি Active korte pari nai…..
    plz keu bolen kivabe korbo

Leave a Reply