Flat Style Bar Indicators একটি Xposed Module. এটি এন্ড্রয়েড 4.3.x – 5.1 এ কাজ করে। এই মডিউল ইউজ করে আপনি আপনার ফোনের স্ট্যাটাস বারে অনেক পরিবর্তন আনতে পারবেন ! এটি ব্যবহার করতে হলে আপনাকে ফোন রুট করতে হবে এবং এক্সপোসড ফ্রেমওয়ার্ক ইন্সটল করা থাকতে হবে।

 

ফিচারসমূহঃ

  • Change Data Indicator
  • Change Wi-Fi Indicator
  • Change Battery Indicator
  • Change Sound and Location Indicator
  • Change Position of Data, Wi-FI, Battery, Clock and more…
  • And many more!

 

Change Data Indicator: আপনার বিরক্তিকর নেটওয়ার্কবার চেইঞ্জ করে অনেক সুন্দর , স্টাইলিশ নেটওয়ার্কবার দিতে পারবেন এবং নেটওয়ার্কবারের আকার বড়-ছোট করতে পারবেন। নেটওয়ার্ক না থাকলে নেটওয়ার্ক বার হাইড করে রাখতে পারবেন! আমার এই নেটওয়ার্ক বারের

দিকে একটু লক্ষ্য করুন।

Data

 

 

Change Wi-Fi Indicator: আপনি ইচ্ছা করলে ওয়াই-ফাই বারেও পরিবর্তন আনতে পারেন! প্যাঁচাল করলাম না বেশি… স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন!

Wifi

 

 

Change Battery Indicator: ব্যাটারি বারেও পরিবর্তন আনতে পারবেন! অনেক প্রকার ব্যাটারি বার রয়েছে। আপনি ইচ্ছা করলে ব্যাটারি পারসেন্ট (%) এর যায়গায় অন্য কিছু দিতে পারেন যেমন @, # আর মন চাইলে আপনার নাম বসাইয়া দিন!

Battery

 

 

Change Sound and Location Indicator: প্রোফাইল বার এবং লোকেশন বারেও পরিবর্তন আনতে পারবেন।

Sound Location

 

 

Change Position of Data, Wi-FI, Battery, Clock: আপনি ইচ্ছা করলে ব্যাটারি বার প্রথমে আর নেটওয়ার্ক বার শেষে রাখতে পারেন! স্ট্যাটাসবারে এই বার গুলোর অবস্থান পরিবর্তন করতে পারবেন!

Position

 

… আরো অনেক কিছু আছে! গুতাগুতি করেন বেরিয়ে আসবে!!

আমি আপনাদের Pro Version দিবো। Lite Version এ অনেক ফিচার লক করা! খুশি তো!!

 

যা যা লাগবেঃ
Rooted Android
Xposed Framework
Flat Style Bar Indicators

 

ডাউনলোড লিংকঃ Click Here…

 

যেভাবে ইনস্টল দিবেনঃ
১. আগে আপনার ফোনের রম টির ব্যাকাপ করে নিন। যেহেতু এটি রুট লেভেলের এপ তাই না বুঝে কিছু করতে গেলে ফোনের ক্ষতি হতে পারে। আমরা তার জন্য দায়ী থাকবো না।
২. ফোনে Xposed Feamework ইনস্টল করুন।
৩. ডাউনলোড করা Zip ফাইল Extract করুন! তারপর Apk ফাইলটি ইন্সটল দিন ! আরে দাঁড়ান… ওপেন কইরেন না।
৪. Xposed এপ এর ভিতর Modules অপশন এ ঢুকে Flat Style Bar Indicators এর পাশে টিক দিয়ে মডিউল টি একটিভেট করুন। তারপর ফোনটিকে একবার রিস্টার্ট দিন।

Screenshot_2015-09-09-13-23-46 Screenshot_2015-09-09-13-23-52

 

৫.তারপর Flat Style Bar Indicators এর ভিতর ঢুকে কাস্টমাইজেশন শুরু করুন…

 

Leave a Reply