আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

স্মার্টফোন নিয়ে আমাদের স্টাইলের অন্ত নেই। প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে সখের স্মার্টফোনটিকে আরও একটু আকর্ষণীয় করে তোলা যায়। তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য নিয়ে এলাম একটি Xposed module Cool Tool Pro. এই মডিউলের সাহায্যে আপনি “সর্বদা উপরে” ফ্ল্যাটিং উইন্ডোতে (ওভারলে মোড) আপনার ফোনের বিভিন্ন সিস্টেমের তথ্য দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক।

একনজরে ফিচারসমূহঃ

  • CPU ব্যবহার তথ্য পাবেন % আকারে
  • কতটুকু Ram  খালি আছে তা দেখাবে
  • CPU এর Frequency দেখাবে
  • 2G/3G/Wi-Fi এর ট্রাফিক মিটার দেখাবে
  • কত % চার্জ আছে তা দেখাবে
  • ব্যাটারির তাপমাত্রা দেখাবে
  • ব্যাটারি কারেন্ট দেখাবে মিলি অ্যাম্পিয়ার অনুপাতে
  • Wi-Fi সিগনাল লেভেল দেখাবে
  • I/O এক্টিভিটি দেখাবে
  • সময় এবং তারিখ দেখাবে
  • GPS স্যালেটাইটের সংখ্যা দেখাবে
  • মেমোরি কার্ড কতটুকু খালি আছে তা দেখাবে
  • টাস্ক কিলার
  • CPU এর তাপমাত্রা দেখাবে (কিছু কিছু ফোনে)
  • অ্যাপটি এন্ড্রোইড ভার্সন ২.৩+ ভার্সনে চলবে এছাড়াও রয়েছে সুন্দর বাস্তব রিয়েল গ্রাফ সুবিধা। শো প্যানেলে প্রেস করে ড্যাসবোর্ড ওপেন করা যায়। ভাসমান উইন্ড্রো সরানো যায় এবং দুইবার টাচ করে সেটিং মেনু ওপেন করা যায়। আপনি চাইলে প্যানেল কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপনার প্রয়োজনমত ফিচারগুলো সিলেক্ট করতে এবং ফন্টের রং ও সাইজ পরিবর্তন করতে, পারবেন।
  • নিচ থেকে Pro ভার্সনটি ডাউনলোড করে নিন।

     অ্যাপের নামঃ Cool Tool Pro
    অ্যাপের সাইজঃ ১.৮ এমবি
    Download

    ডাউনলোড করা হলে ইনস্টল করুন এবং মডিউলটি active করে ফোন রিবুট/রিস্টার্ট দিন। জানি আপনারা অনেক এক্সপার্ট তাই কিভাবে Xposed মডিউল active করতে হয় তা আর স্ক্রিনশট দিয়ে দেখালাম না। ফোন রিবুট/রিস্টার্ট দেওয়ার পর Cool Tool অ্যাপটি ওপেন করুন। আমি কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও সেটিংস যোগ করতে পারেন।  নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন













    কাজ শেষ। অ্যাপ থেকে বের হয়ে আসুন।

    স্ক্রিনশট দেখে না বুঝলে নিচের ভিডিওটি দেখতে পারেন

    আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।

    21 thoughts on "[Root+Xposed] ভাসমান প্যালেনের সাহায্যে আপনার সাধের স্মার্টফোনের বিভিন্ন সিস্টেম তথ্য জানুন একটি Xposed মডিউলের মাধ্যমে। (বিস্তারিত পোস্টে)"

    1. mshadin363 Contributor says:
      হুম, ভালো।
      1. Anik Contributor Post Creator says:
        হুম, ধন্যবাদ ✌
      2. mshadin363 Contributor says:
        সাথেই থাকুন…….
      3. Anik Contributor Post Creator says:
        কথা দিতে পারছি না ভাই ☺
      4. mshadin363 Contributor says:
        দুঃখিত! আমিও পারছি না। আমাকে যে আজই বিদায় নিতে হবে।
      5. Anik Contributor Post Creator says:
        আল্লাহ হাফেজ
      6. AkasH Author says:
        আমি কপি পেস্ট মুক্ত মান সম্পূর্ণ ৩ টা পোস্ট করছি। ট্রেইনার রিকুয়েস্ট পাঠাইছি ইমেল করছি। আমাকে ট্রেইনার পদ না দেওয়া হক, পোস্ট গুলো পাবলিশ করা হক।
    2. HT Ruman Author says:
      দারুন পোস্ট
      1. Anik Contributor Post Creator says:
        thank u
      2. mohammad parvez Author says:
        Anik ব্রো লেখা টা কিভাবে কালার করে..আপনে যে হলুদ করলেন জানাবেন একটু?
        আর পোস্ট ভালো হয়েছে….☺
      3. Anik Contributor Post Creator says:
        (mark)apnar text(/mark) ( ) এর স্থলে [ ] দিবেন। দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন
      1. Anik Contributor Post Creator says:
        thank u vai
    3. s.r.m Contributor says:
      valo kichu xposed module suggest korun jegula diye vlo edit kora jay!
      1. Anik Contributor Post Creator says:
        ট্রিকবিডির সাথে থাকুন।
      1. Anik Contributor Post Creator says:
        thank u vai
    4. bhai apnar battery icon, time-date eigula ki app use kore korechen ?
      1. Anik Contributor Post Creator says:
        flat style bar indicator.apk diye

    Leave a Reply