[Root] [Xposed] [Greenify]
Android এ র্যাম(Ram) ফ্রি রাখার
সবচেয়ে কার্যকর
পদ্ধতি!
“যারা রুট ইউজার
আছেন তারা খুব
সহজেই র্যাম ফ্রি
রাখুন”
XPOSED Module-
Greenify
সবাই কেমন আছেন?আশা করি সকলে
আল্লাহ রহমতে ভালো আছেন,আমিও
আপনাদের দোয়ায় ভালো আছি।
আমরা সকলেই এন্ড্রয়েড এর সাথে
পরিচিত,এটি এখন সকলের নিকট অতি
জনপ্রিয়।যদিও এন্ড্রয়েড এর কিছু
সীমাবদ্ধতা আছে।এর সবথেকে বড়
সীমাবদ্ধতা হলো এর মধ্যে ইন্সটল করা
এপ্স গুলো চোখের আড়ালে চলতে
থাকে,যার ফলে র্যাম অনেক কম ফ্রি
থাকে,আর র্যাম বেশি ব্যবহারের
ফলে ব্যাটারির চার্জ ও কমে
যায়,তাছাড়া ফোন কখনো কখনো খুব
বেশি স্লো হয়ে যায়,যা খুব ই
কষ্টদায়ক।
অনেকে এই সমস্যা থেকে মুক্তি
পাবার জন্য বিভিন্ন এপ্স ব্যবহার করে
থাকে যেমন ক্লিন মাস্টার,র্যাম
বুস্টার,র্যাম কিলার এমন আরো কতো
কি,কিন্তু সবকিছুর শেষে দেখা যায়
এগুলো র্যাম ফ্রি রাখে তো দূরের
কথা এগুলাই আরো র্যাম খেয়ে বসে
থাকে,তাই এগুলোকে র্যাম কিলার
অথবা র্যাম বুস্টার না বলে র্যাম
খাদক বলাই বুদ্ধিমানের কাজ।
কিন্তু এখন প্রশ্ন হলো র্যাম কীভাবে
ফ্রি রাখবো???এই প্রশ্নের উত্তরে
আমি বলবো-আমিও আপনাদের মত
অনেক এপ্স ব্যবহার করেছি,কিন্তু
ফলাফল জিরো,কোন সুফল আমি পায়
নি,অবশেষে XDA Forum এ র্যাম ফ্রি
রাখার একটি উপায় পেলাম তা হলো
Greenify Xposed Module.এটি ব্যবহার করার
পর আমি নিজেই অবাক হয়েছি.৫১২
এম্বি র্যাম বিশিষ্ট ফোনে আগে যখন
৫০-১০০ এম্বি র্যাম ফ্রি পেতাম এখন
গ্রিনিফাই ব্যবহারের পর থেকে ১৫০
থেকে ২০০ এম্বি র্যাম ফ্রি পাই,কি
অবাক হলেন?অবাক হলেও এটাই সত্যি।
তো আজ আমি বলবো কীভাবে
তুলনায় বেশি র্যাম ফ্রি রাখবেন
যার ফলে আপনি আপনার ফোনে
পাবেন আগের তুলনার বেশি
পার্ফমেন্স এবং বেশি ব্যাটারি
ব্যাকাপ।
গ্রিনিফাই ব্যবহারের জন্য যা যা
লাগবে, নিচ থেকে ডাউনলোড করে
নিনঃ
2.Greenify.apk(1.33mb)
3. Lucky Patcher Latest(6mb)
Total 6 MB Only…..
5.একটি রুটেড এন্ড্রয়েড ফোন
6.মেধা,সামান্য বুদ্ধি এবং ধৈয্য
কাজের ধারাঃ
আশা করি উপরের দেয়া লিংক
থেকে সবগুলো এপ্স ডাউনলোড করে
ফেলেছেন,এবার কাজের পালা।
প্রথমেই Xposed Installer Install করে
ফেলুন।Xposed Installer ব্যবহার করার জন্য
এই টিউটোরিয়াল অনুসরণ করুন।আশা
করি সফল ভাবে Xposed Installer App টি
ইন্সটল করেছেন।এবার Greenify এবং Lucky Pather এপগুলো
ইন্সটল করে ফেলুন।ইন্সটল হয়ে গেলে
Xposed Installer App টি Open করুন।
Open
করে Xposed Installer>Modules>Greenify
এখানে গিয়ে Greenify App টি Mark
করুন।এবার ফোনটি রিবুট করুন।ফোন অন
হলে Lucky Pather App টি Open করুন,Open
হলে আপনার ফোনে ইন্সটলকৃত সকল এপ্স
দেখতে পাবেন।এর মধ্য greenify প্রেস করুন,তার মধ্য
থেকে রিমুভ লাইসেন্স
ভেরিফিকেশন অপশন টি সিলেক্ট
করে এবং Apply/OK প্রেস করুন,কাজ
শেষ হলে ভের হয়ে আসুন।
এবার গ্রিনিফাই এপটি Open করুন।Open
করলে নিচের ছবির মত দেখতে
পাবেন।
এবার ফোনের মেনু অপশনে প্রেস
করলে,নিচের মত ছবি দেখতে
পাবেন।
এবার Experimental Features অপশন
চাপুন,তারপর Working Mode অপশন থেকে
Boost অপশনটি নির্বাচন করুন।
এবার নিচের ছবির মধ্যে দেয়া
প্লাস Symbol এ প্রেস করুন।
এখন আপনার ফোনে ইন্সটল করা
এপগুলো দেখতে পাবেন,এখন যেই এপ
গুলো আপনার চোখের আড়ালে চলতে
থাকে সেগুলোকে সিলেক্ট করে
আপনার সিলেক্ট করা এপ্সগুলো
Hibernate অর্থাৎ বন্ধ হয়ে যাবে।এই
এপের মাধ্যমে আপনি সিস্টেম এপ্স
গুলোও Hibernate করতে পারবেন।তবে
সকল সিস্টেম এপ্স Hibernate করে দিলে
সমস্যা হতে পারে,যেমন আপনি যদি
Google Play Services Hibernate করে দেন
তাহলে প্লে স্টোর চালাতে আপনি
সমস্যায় পরতে পারেন,তাই এই দিকে
আপনাকে একটু খেয়ালি হতে হবে।
আর সিস্টেম এপ Hibernate করার জন্য
বার বার আপনাকে Insist প্রেস করতে
হবে।যেই সকল সিস্টেম এপ্স গুলো
আপনি চোখ বন্ধ করে Hibernate করতে
পারবেন এমন কিছু এপ্স হলো-Broswer,File
Manager,Picasa Uploader,Network
Location,Live
Wallpaper,Compass,Video,Music,etc
এবার Auto Hibernation চালু করার জন্য
ফোনের Setting>Security>Device
Adminstrators এ ঢুকে Greenify Automator
কে চালু করে দিন।এরপর
Setting>Accessibility তে ঢুকে Greenify কে
চালু করে দিন।তারপর Greenify এপ এর
experimental features এ ঢুকে Automated
hibernation চালু করে দিন।
এছাড়া Hibernation Widget টি Home
Screen এ নিয়ে আসার জন্য গ্রনিফাই
Open করে মেনু বাতন চাপ দিয়ে
Create Hibernation Shortcut Option টি প্রেস
করুন।ফোন চালানোর সময় কাজের
ফাকে ফাকে Widget টি প্রেস
করুন,সাথে সাথে সকল সিলেক্ট করা
এপ্স গুলো বন্ধ হয়ে যাবে।
এভাবে আপনি খুব সহজেই র্যাম ফ্রি
রাখতে পারবেন।আর র্যাম ফ্রি
রাখলে আপনার ফোনের পার্ফমেন্স
এবং ব্যাটারি ব্যাকাপ আগের
তুলনায় অধিক বৃদ্ধি পাবে।সবাইকে
পোস্টটি পড়ার জন্য অনেক অনেক
ধন্যবাদ,সবাই ভাল থাকবেন।
5 thoughts on "[Root] [Xposed] [Greenify] Android এ র্যাম(Ram) ফ্রি রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি!"