টিউনটির শুরুতেই বলে রাখছি এটা কেবল মজা করার জন্য। কাউকে মিস কল দিয়ে বিরক্ত করা আমার টিউনের উদ্দেশ্য নয়। যাহোক এবার কাজের কথায় আসি, মোবাইল ফোন কম্পানিগুলো যখন বাংলাদেশে নতুন আসে তখন মানুষের মাঝে মিস কল দেওয়ার একটা বাতিক ছিল। অনেকেই বলতো মিস কল না দিলে মিস করা হয়না। আপনি যে কাউকে মিস করছেন সেটা নাকি মিস কল দিয়ে প্রকাশ করতে হবে! কতোবার যে সেই কাঙ্খিত মিস কল দিতে গিয়ে ধরা খেয়েছি তার কোন ইয়াত্তা নেই। আমার জানা মতে এখন কেউ কাউকে মিস করলে মিস কল অন্তত প্রকাশ করেনা। তবে কেউ যদি স্রেফ মজা করার জন্য কাউকে ছোট্ট ছোট্ট মিস কল দিতে চান তাহলে আমার টিউনটি আপনার জন্যই। চলুন তাহলে শুরু করি।

Click HereTo Download

একটি নাম্বারে একবারে একটি মিস কল দিতে পারবেন
একটি নাম্বারে একের পর এক একাধিক মিস কল দিতে পারবেন
অনেক গুলো নাম্বারে একবার করে একটার পর একটা করে মিস কল দিতে পারবেন

এবার তাহলে কিছু স্ক্রিন শট দেখে নিন।

2 thoughts on "মিসড কল দিলেই যদি কাজ হয় তাহলে আর কল দিবো কেন? অ্যান্ড্রোয়েড ব্যবহার কারীদের জন্য দারুন একটি মিসড কল দেওয়ার এপস। এবার বাদ যাবেনা কোন টাউটার মিস কল দেওয়া থেকে!"

  1. Rana Administrator says:
    you’re no longer a trainer… Coz u copied this post from another source -_-
  2. yousuf sheikh Contributor Post Creator says:
    Last Chances for me.

Leave a Reply