আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন Trickbd এর পহ্ম থেকে এই কামনা রইলো।
এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
Trickbd Is On Facebook
দরকারের সময় যদি খুব কাছের বস্তুটি ইচ্ছা করে লুকিয়ে থাকে তবে কেমনটা লাগে? মেজাজ তো পুরাই Hot হয়ে যায়। হুম আমি আপনার Android স্মার্টফোনের কথাই বলছি।
অনেকেই আছেন যারা আমার মতো রিংটোন পছন্দ করেন না আর সবসময় ফোনটি ভাইব্রেসনে দিয়ে রাখেন। যদিও এজন্য আমার বাবা-মা সহ সবার কাছেই বকা সুনতে হয়। কিন্তু কি আর করার মানুষ না অভ্যাস হয়ে গেছে।
তো এখন কাজের কথায় আসা যাক, বর্তমানে চাইলেই আপনি খুব সহজেই ঘড়ের কোনায় লুকিয়ে থাকা ফোনটি খুঁজে বের করতে পারবেন। আর কাজটি করতে
কোন রকমের ইন্টারনেট বা ব্লুটুথ কানেকশনের দরকার হবে না।
প্রথমে এই মজাদার app ডাওনলোড করুন। নিচে থেকে,
APP যে ভাবে কাজ করে:
খুবই সহজ, App install করে সেটিং ঠিক করে নিন। আর যখন আপনার ফোনটি কোথাও লুকিয়ে থাকবে তখন জাস্ট আপনার ফোন কে উদ্দেশ্য করে ৩ বার তালি দিবেন, দেখবেন তারপর আপনার ফোনে জোরসে চিৎকার করে আপনাকে ডাকা শুরু করবে। আর আপনি খুব সহজেই সেটিকে খুঁজে পাবেন।
apps টির অনেক রকম সেটিং আছে যেমন, ইচ্ছা মতো
রিংটোন দেয়া, শর্টকাট উইডজেট, ফ্ল্যাশ মুড সহ আরও অনেক কিছু। যেগুলো জানতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস টি ডাউনলোড করতে হবে।
আজকে আপনার ফোনটি কোথায় লুকিয়ে ছিল আর কিভাবে খুঁজে পেলেন সেটা আমাদের জানাবেন
আর আমার ফোন তো সবসময় বালিশের নিচে থাকে
কিন্তু আমি সারা ঘড় খুঁজে বেরাই,
আশা করছি সবার ভাল লাগবে