পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন,
বাংলাদেশেকে রাখুন হাতের মুঠোয়। সারাক্ষণ
মেতে থাকুন গান, আড্ডা আর বিনোদনে। প্রতি
মুহূর্তের খবর শুনেও নিজেকে রাখুন আপডেট।
আর এর সবই আপনি করতে পারবেন মাত্র একটি
মোবাইল-অ্যাপের মাধ্যমে। ‘বাংলা রেডিও’ নামের
অ্যাপ দিচ্ছে বাংলাদেশের ৮৭টি এফএম এবং অনলাইন
রেডিও সরাসরি শোনার সুযোগ। আজ সোমবার বাংলা
রেডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়েছে।
গান, সংবাদ, সংবাদ-বিশ্লেষণসহ বিনোদনমূলক নানা
অনুষ্ঠান উপভোগ করতে আপনার অ্যান্ড্রয়েড

স্মার্টফোনে এখনই ডাউনলোড করে নিন ‘বাংলা
রেডিও’। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন গুগল প্লে-
স্টোরে। অ্যাপটি ডাউন লোডের লিংক হলো click here
অ্যাপটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেড
সম্প্রতি বাংলা রেডিও গুগল প্লে-স্টোরেও
উন্মুক্ত করেছে। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির
অন্যতম ম্যানেজিং পার্টনার ডেইজি হ্যামিলটন বলেন,
বাংলাদেশের মানুষ সঙ্গীতপ্রেমী। সেই
সঙ্গে তারা সবসময় তথ্যও জানতে চায়। তাই
আমাদের প্রতিষ্ঠান এ অ্যাপটি তৈরি করেছে। তিনি
বলেন, এবিসি রেডিওসহ বিভিন্ন রেডিওতে শোনা
যায় লাইভ ট্রাফিক আপডেট ও লাইভ নিউজ আপডেট।
এ ছাড়া গান আর আড্ডা তো রয়েছেই।
প্রতিষ্ঠানটির কনট্যান্ট ডেভেলপমেন্ট ম্যানেজার
ফারজানা মৌ বলেন, বিভিন্ন রেডিওতে শ্রোতাদের
জন্য রয়েছে নানা আয়োজন। মাত্র কয়েক
মেগাবাইটের এই অ্যাপটি স্মার্টফোনে
ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ
আপডেট শুনতে পারবেন শ্রোতারা। অল্প
ইন্টারনেট ডাটা ইউজ হয় অ্যাপটি চলতে। আর এতে
যুক্ত হয়েছে বাংলাদেশের সব রেডিও।

One thought on "এক অ্যাপে বাংলাদেশের ৮৭ রেডিও"

  1. imran7 Contributor says:
    free link dan vi

Leave a Reply