X-plore File Manager এর সাথে আমরা
অনেকেই পরিচিত।
বিশেষ করে যারা আগে সিম্বিয়ান অপারেটিং সিস্টেম
পরিচালিত মোবাইল ব্যবহার করতেন তারা এর নাম
শুনে থাকবেন হয়ত।
এন্ড্রয়েডের জন্যও রয়েছে এই চমৎকার এবং
শক্তিশালী ফাইল ব্রাউজারটি।
যা পাবেন-
১) সহজে ফাইল cut, copy, paste, rename, delete, hide
করার সুবিধা।
২) খুব সহজে .zip/.rar ফাইল খোলা, ব্রাইজ করা এবং
তৈরি করার সুবিধা।

৩) Tree view
৪) Double Panel
৫) বিল্ট ইন অডিও, ভিডিও প্লেয়ার, ফটো ভিউয়ার
৬) Text Editor
৭) খুব সহজ ফাইল শেয়ারিং পদ্ধতি
৮) মোবাইলে ফাইল খুজে বের করার জন্য রয়েছে
সার্চ করার সুবিধা।
৯) নিরাপত্তার জন্য অ্যাপসটিতে দেয়া যাবে নিজস্ব
পাসওয়ার্ড।
১০) এছাড়াও রুট ইউজারদের জন্য রয়েছে রুট এক্সেসের
সুবিধা
১১) এছাড়াও ডোনেট ভার্শনে আরও বেশ কিছু সুবিধা
থাকছে আপনাদের জন্য।
আশা করি আপনাদের ভালো লাগবে এই অ্যাপসটি
Requirements: 2.2 and up
size: 1.9 mb
ডাউনলোড — X-plore file manager
বিঃদ্রঃ Uplodex এ আপলোড করার জন্য দুঃখিত ।

এন্ড্রয়েড বিষয়ক যে কোন সমস্যার জন্য আমার ফেসবুকে knock করুন ।
সবাই ভাল ত্থাকবেন ।

One thought on "নিয়ে নিন X-plore File Manager ডোনেট ভার্সন ।"

  1. Moksudu Contributor says:
    মেমরি কার্ড ফরমেট করার, ভাল এপ থাকলে দেন..!!

Leave a Reply