এন্ড্রয়েডে সিকিউরিটিরর জন্য আমরা বেশ কিছু অ্যাপ ব্যবহার করে থাকি।এর মাঝে App Lock,File Locker,Hide Expert অ্যাপ গুলো উল্লেখযোগ্য।কিন্তু সত্যি কথা হচ্ছে এসব অ্যাপ একটাও ঠিক কাজের মতো নয়।একজন মোটামুটি এন্ড্রয়েড অভিজ্ঞ আপনার এসব অ্যাপ দ্বারা লুকানো ফাইল গুলো সহজেই বের করতে পারবে!!! তাহলে আপনার হাইড করে লাভ হলো কি!!
.
কিন্তু আজ আমি আপনাদের জন্য যে অ্যাপ নিয়ে এসেছি এটা ফাইল হাইড+অ্যাপ লকের বেস্ট একটি অ্যাপ।অনেকেই আগে থেকেই ব্যবহার করেন কিন্তু আজ যেটা নিয়ে আসছি সেটি একদম সর্বশেষ ভার্সন এবং প্রিমিয়াম!!! গুগল প্লেস্টোর থেকে এটি ইন্সটল করতে গেলে আপনাকে ডলার গুণতে হবে।চলুন অ্যাপটির বিশেষ কিছু ফিচার জেনে নেয়া যাক।

*Vault সাধারণত পার্সোনাল ফাইল লুকানো বা অ্যাপ লক হিসেবে ব্যবহৃত হয়।সো এর মাধ্যমে লুকানো ফাইল গুলো কেউ খুঁজে বের করতে পারবেনা যেটা অন্য হাইড অ্যাপের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়।

*আপনি একটি অ্যাপেই দুই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।এবং প্রতি পাসওয়ার্ড এ আলাদা আলাদা ফাইল হাইড করতে পারবেন।

*যেকোন অ্যাপ লক করে রাখতে পারবেন।লক করা অ্যাপ কেউ অপেন করতে গেলে লেখা আসবে Unfortunately Stopped!! এই লেখার নীচে Ok লেখায় প্রেস করে ধরে রাখলে পিন চাইবে।পিন দিলে অ্যাপ অপেন হবে!

*Stealth Mode এটি অন করে রাখলে আপনার ফোনে যে Vault ইন্সটল করা আছে সেটা কেউ ধরতে পারবেনা কারণ হচ্ছে এটা লঞ্চারে বা অ্যাপ ড্রয়্যারেও শো করবেনা!!! সেক্ষেত্রে Vault অপেন করতে হলে ফোন ডায়ালারে #1234 [1234 এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিতে হবে] ডায়াল করে কল দিতে হবে।Wrong number লেখা আসবে Ok ক্লিক করলেই Vault অপেন হবে।

*Break In Alerts এটা অন করে রাখলে কেউ আপনার Vault এ ঢুকতে গিয়ে ভুল পাসওয়ার্ড দিলে তার ছবি তুলে রাখবে।দেন পরে আপনি অপেন করলে দেখতে পাবেন কে ভুল পাস দিয়ে ঢোকার চেষ্টা করেছে!!

*পার্সোনাল SMS হাইড করে রাখতে পারবেন। আনলিমিটেড।একইভাবে কল ব্লক ও করতে পারবেন।সো কল ব্লকের জন্য আলাদা কোন অ্যাপ লাগবেনা।

*Vault online দিয়ে আপনার সিক্রেট ফাইল গুলো অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারবেন।এছাড়া ফেসবুকে যদি পার্সোনাল মেসেজ থাকে সেগুলো ও হাইড করে রাখতে পারবেন।

*আনলিমিটেড ভিডিও,ফটো হাইড করে রাখতে পারবেন!!!এবং সেগুলো হারাবার কোন ভয় থাকবেনা।

★নোট:
[b]Vault এ আপনি ফাইল হাইড করে রাখলে আপনার মেমোরি কার্ডে System Android নামে একটি ফোল্ডার তৈরি হবে।এই ফোল্ডার টি ডিলেট বা রিনেম করবেন না।কারণ এই ফোল্ডারেই লুকানো ফাইলগুলো থাকে।আপনি চাইলে এই ফোল্ডার টি পিসিতে রেখে দিতে পারেন।
.
★এছাড়া Vault আনইন্সটল করে দিলে বা যেখানে ফাইল গুলো ছিলো সেই ফোল্ডার ডিলেট করে দিলেও সেই হাইড করা ফাইল গুলো থেকেই যাবে।শুধু System Android ফোল্ডার কিছু করবেন না।

.
ডাউনলোড লিংক: Download Vault Premium(3.4MB)
.
ডাউনলোড করতে UC browser দিয়ে লিংকে প্রবেশ করে Create Download Link এ ক্লিক করবেন।প্লেস্টোর বা অন্য ট্যাব অপেন হলে ব্যাকে এসে Create Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
.

বার্ক টি ভাল লাগলে আপনার মূল্যবান মন্তব্য বার্কের মাধ্যমে জানাবেন।
সবার সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

সুখী হোক আপনার এন্ড্রয়েড জীবন। এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ভাল থাকুন, থাকুন আমাদের সাথে।ধন্যবাদ।

Ashikur Rahman Khan
আমার সাইট টেকবার্কস

Leave a Reply