আসসালামু আলাইকুম

 

ট্রিকবিডির প্রায় কমবেশি সবাই হয়তো জানেন F-Droid এর ব্যাপারে। তারপরও ছোট করে বলে দিচ্ছি।

 

F-Droid হলো একটি মোবাইল অ্যাপ স্টোর যেখানে আপনি সকল ফ্রী এন্ড ওপেন সোর্স অ্যাপগুলো পেয়ে যাবেন। অনেক ওপেন সোর্স অ্যাপই আছে যেগুলো আপনি প্লে স্টোরে পাবেন না বাট F-Droid এ পাবেন।

 

এন্ড আজকের এই আর্টিকেলে ওই F-Droid এর দুটো ক্লায়েন্ট এপ্লিকেশন শেয়ার করবো যেখান থেকে F-Droid এর সব অ্যাপই ডাউনলোড এন্ড ইন্সটল করতে পারবেন।

 

এই দুটো অ্যাপের সাথে থাকবে আরও একটি বোনাস এপ্লিকেশন যেটা আপনি প্লে স্টোরের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। এইটার ব্যাপারে লাস্টের দিকে কথা বলবো। তো চলুন এখন F-Droid এর দুটো ক্লায়েন্ট এপ্লিকেশনের ব্যাপারে ছোট করে জেনে নেই এন্ড ইউজার ইন্টারফেস টা দেখে আসি। দুটো অ্যাপেরই ডাউনলোড লিংক থাকবে পোস্টে।

 

F-Droid Client – 1 (Best)

Droid-ify (A quick material F-Droid client)

Download Now

 

Features

Material & Clean design

Fast repository syncing

Smooth user experience

Feature-rich

 

Screenshots are given below

 

 

 

 

 

এইটা ছিলো প্রথম এপ্লিকেশন যেটা আমার মতে বেস্ট। তো চলুন এখন সেকেন্ড এপ্লিকেশনটির ব্যাপারে জেনে নেয়া যাক।

 

F-Droid Client – 2

An unofficial, FOSS client for F-Droid

Download Now

Features

Free/Libre software – Has GPLv3 License

Beautiful design – Based on latest material design guidlines

Download manager – Full fledged dedicated download manager

Repo Manager – Easy management of various F-Droid repositories

 

Screenshots are given below

 

 

 

 

 

 

 

এইটা ছিলো দ্বিতীয় এপ্লিকেশন। তো আমি শুরুতে যেটা বলেছিলাম, একটা বোনাস এপ্লিকেশন থাকবে পোস্টে। চলুন সেটার ব্যাপারে এখন জেনে নেই।

 

Play Store Client – (Play Store Alternative)

A google play store client

Download Now

 

Features

Free/Libre software — Has GPLv3 licence

Beautiful design — Built upon latest Material Design guidelines

Anonymous accounts — You can log in and download with anonymous accounts so you don’t have to use your own account

Personal account login — You can download purchased apps or access your wishlist by using your own Google account

Exodus integration — Instantly see trackers an app is hiding in its code

 

Screenshots are given below

 

 

 

 

 

 

এটা ছিলো বোনাস এপ্লিকেশন। এইটা কমবেশি সবারই কাজে লাগবে। আমরা অনেকেই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করি লাইক ডিভাইস সাপোর্টেড না, আমাদের কান্ট্রির জন্য এভেইলেবল না আবার অনেকসময় ডাউনলোড এরোর আসে।

 

বাট এই অ্যাপে ওইরকম কোনো ইস্যু আপনি ফেস করবেব না। আর গুগল একাউন্ট লগইন করা ছাড়াই যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

 

সো যদি পোস্ট টা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক বা কমেন্ট করে যাবেন। তাহলে নেক্সট আরো অনেক সিক্রেট এপ্লিকেশন আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো।

 

আর হ্যা, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন। লিংকটা নিচে দিয়ে দিচ্ছি।

 

Telegram Channel

https://t.me/SABBiRTUNE

2 thoughts on "বেস্ট দুটি F-Droid ক্লায়েন্ট অ্যাপ (FOSS) + একটি বোনাস অ্যাপ।"

  1. Alex Razib Contributor says:
    Original F-droid link den

Leave a Reply