এখানে খুব সহজেই আপনি বাংলা লিখতে পারবেন । বাংলা লেখার জন্য যে কোন ইনপুট বক্সে ক্লিক করবেন । যেমন: Facebook এ বাংলায় পোস্ট করতে ইনপুট বক্সে ক্লিক করে “Menu > ইনপুট ভাষা বাছুন > বাংলা ভাষা ” সিলেক্ট করতে হবে । নিচের ছবি থেকে আরোও ভাল করে দেখে নিন
ScreenShot
এখানে সিম্বলের জন্য 1 চাপুন, স্পেস দিতে 0 চাপুন, যুক্ত অক্ষরের জন্য একটি অক্ষর টাইপ করে দুইবার 0 চেপে অপর অক্ষরটি টাইপ করতে হবে ।
এখানে দুইভাবে বাংলা লেখা যাবে । সধারনভাবে ও উচ্চারন অনুশারে । উচ্চারন অনুশারে লিখতে “Menu > Tools > Settings > Text” এ গিয়ে “উচ্চারন অনুশারে বাংলা লিখুন” নামক অপশানটি সিলেক্ট করে Save করবেন । সধারনভাবে বাংলা লিখতে সমস্যা হলে “উচ্চারন অনুশারে বাংলা লিখুন” নামক অপশানটি অন করে অবশ্যই বাংলা লিখতে পারবেন ।


Leave a Reply