আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার রহমতে। যাই হোক এবার কাজের কথাই আসি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের মহান মুক্তিযোদ্ধের উপর র্নিভর একটি গেইম যার নাম হল”Heroes Of 71: Fight For Freedom”। বন্ধুরা আমরা অনেকেই মুক্তিযোদ্ধ দেখিনি,কিন্তু মনে মুক্তিযোদ্ধা হবার প্রচন্ড ইচ্ছা আছে। সেই ইচ্ছা পূরন হবে এই গেইমটি খেলার মাধ্যমে। গেইমটির Sound ও Graphics অসাধারন। গেইমটির অপেক্ষাই ছিল অনেকেই,গেইমটি playstore আপলোড হয় আজ,মহান এই বিজয়ের মাসে। যাদের মাঝে দেশ প্রেম আছে তারা সবাই গেইমটি খেলবে। গেইমটির সাইজ মাএ ৮৪ মেগাবাইট।

গেইমটির গল্প: ”মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গেম ১৫ ডিসেম্বর, ২০১৫ ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর রাত ২টা ১৫ মিনিট। বরিশালের শনিরচর গ্রাম, যা মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অধীন। পাঁচজনের কমান্ডো দলের প্রত্যেকের মুখে কালো কালি মাখা। দুজনের হাতে লাইট মেশিনগান, একজনের হাতে একটা হেভি মেশিনগান, আর বাকি দুজনের কাছে স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল। প্রত্যেকের বেল্টেই তিনটি করে গ্রেনেড। গ্রেনেড দামি জিনিস, তাই সাবধানে খরচ করতে হয়। নেহাত দায়ে না পড়লে ব্যবহার করার অনুমতি নেই। কবির, বদি, সজল, তাপস আর শামসু কমান্ডো বাহিনীর পাঁচজনের নাম হলেও মিশনে এক অন্যকে স্পেসিফিক কল সাইন ধরে ডাকতে হয়। কমান্ডো লিডার শামসু, তার নামেই বাহিনীর লোকমুখে নাম শামসু বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসার শামসুল আলম, সাধারণ শ্রমিক কবির মিয়া, মেডিকেল শিক্ষার্থী তাপস মৈত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ওরফে মাহবুব চৌধুরী, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী বদিউজ্জামান ওরফে বদি। মধুমতীর পাশে শনিরচর গ্রামে একটা স্কুলে থাকা পাকিস্তানি আর্মির ক্যাম্প তাদের দখল করে নিতে হবে।”

eva7

eva8

 

 

Heroes Of 71: Fight For Freedomডাউনলোড লিংক [84 MB]

 

 

আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর অবসর সময় কাটান গেইম খেলে ও মুভি দেখে।

লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

এই সব আরও ভাল ভাল App ও গেইম ডা্উনলোড করার জন্য ভিজিট করুন এখানে

এছাড়াও যেকোন App ও গেইম জন্য ফেসবুক লাইক করুন।Follow করুন Twittre/Google plus এ। আপনার App ওগেইম টি রিকোয়েস্ট করুন, পেয়ে যাবেন App ও গেইম টি আসা করি। তাই এখন ই রিকোয়েস্ট করুন। ডাউনলোড লিঙ্ক কাজ না করলে আমাকে জানাবেন আমি ঠিক করে দিব।

8 thoughts on "Heroes Of 71: Fight For Freedom মহান মুক্তিযোদ্ধের উপর তৈরি অসাধারন এই গেইমটি।মেগাবাইট আপনার সাধ্যের মধ্যে।"

  1. Bdabulbasher Contributor says:
    highly compressed kore upload korun.please…
  2. DJ SOHAG Contributor says:
    highly compressed kore upload
    korun.please…
  3. smrahim Contributor says:
    Tnk u soooo much for sharing the game.
  4. Sajjad Author says:
    512 mb a Ki hobe
    1. fardil Author Post Creator says:
      Hobe

Leave a Reply