আসসালামু আলাইকুম।শুভ সকাল।কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমিও আপনাদের দুয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে পরিচিত একটি এপের বেস্ট ভার্সন টি শেয়ার করছি।অ্যাপটি সাইজে ছোট হলেও মাঝেমাঝে এর কাজ ব্যাপক সহায়তা করে।এই অ্যাপটি আমার ফোনে সবসময় ই ইন্সটল করা থাকে।কারণ আমাদের প্রতিদিন ঈ কয়েকটি করে পোস্ট লিখতে হয় এছাড়া বিভিন্ন আর্টিকেল তৈরি করতে হয়।মোবাইল দিয়ে অনেকক্ষণ টাইপিং করলে মাঝেমাঝে কিবোর্ড বা অ্যাপ ক্রাশ করে যার ফলে লেখাগুলো হারিয়ে যায় মানে আপনার সমস্ত পরিশ্রম ঈ পন্ড!!অনেক কপি অ্যাপ থাকলেও এই অ্যাপের কাজ সেসব অ্যাপ থেকে আলাদা এবং ব্যাপক।তো সবাই এই Type Machine অ্যাপের বেস্ট ভার্সন সংগ্রহে রাখুন আর নিশ্চিন্তে টাইপিং এ মেতে উঠুন।

ডাউনলোড লিংক:Click Here For Download (462 KB)

ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now এর নীচের টিক তুলে দিয়ে সেই Download Now লেখাতেই ক্লিক করবেন।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন।অবশ্যই ডিফল্ট ব্রাউজার বা Dolphin বা UC Browser ব্যবহার করবেন।
.
ডাউনলোড শেষে ইন্সটল করে অপেন করুন।পোস্টের এটাচ পিকের মত আসবে।সেখান থেকে Enable Type Machine এ ক্লিক করে Accessibility থেকে Type Machine অন করে দিবেন।ব্যস,কাজ সমাপ্ত।এবার আপনি যেখানে যাই লিখবেন সবই এই অ্যাপে সংরক্ষণ থাকবে।আজকের মত বিদায়।পোস্ট টি আপনার উপকারে এলে শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।

Leave a Reply