আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার পোষ্ট গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।

 

কেমন হয় যদি নিজের নাম্বার না দিয়ে একটি Whatsapp একাউন্ট চালানো যায়? হ্যা তেমনি একটি ট্রিক নিয়ে হাজির হলাম আমি।

আপনি চাইলেই খুব সহজেই বেদেশি কোন নাম্বার দিয়ে Whatsapp চালাতে পারবেন।

 

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download Now → Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে আসুন।


 

চলুন শুরু করা যাক ।

  • প্রথমেই এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • ইন্টারনেট কানেক্ট করে অ্যাপে ঢুকুন।
  • SingUp এ নিজের নম্বার দিন।
  • এখন অ্যাপ এর ভিতরে More নামে একটা Options পাবেন ওইটায় Click করলে একটা Number দেখতে পাবেন।
  • নাম্বারটি লিখে নিন আর Home Button চেপে অথবা Minimize করে বেরিয়ে আসুন।

 

এখন Whatsapp এ যেয়ে Normal যেভাবে Account খুলে সে ভাবে Account খুলুন।আর Number এর ঘরে লিখে রাখা নাম্বারটা দিন।

Notification খেয়াল করুন।দেখবেন Whatsapp Code আসবে , Code টা দিন।হয়ে গেলো নিজের Number ছাড়া Whatsapp।

 

বিঃ দ্র:- Notification এ Number না আসলে , Whatsapp এর দেয়া সময় টুকু অপেক্ষা করুন।টাইম শেষ হলে Home Button চেপে অথবা Minimize করে ওই App এ গেলেই Code পাবেন।

 

বুঝতে সমস্যা হলে জানান।ট্রিকটা প্রথম কে যেন সেয়ার করছে জানা নাই আমি শুধু নতুন করে লিখলাম আবার তাই ক্রেডিট দিতে পারলাম না।ভাল লাগলে অবশ্যই সেয়ার করে অন্যজন কে জানার সুজোগ করে দিবেন।

 

 

টিউনটি আমার সাইটে সর্বপ্রথম প্রকাশিত।


 

 

One thought on "এবার Whatsapp ব্যাবহার করুন নিজের নাম্বার না দিয়ে।সম্পূর্ণ বিদেশি নাম্বার দিয়ে ব্যাবহার করুন।"

  1. porirdada Contributor says:
    Sign up হয় না কেনো?

Leave a Reply