ফোনে কথা বলার অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভয়েসে ইফেক্ট দিতে চান অনেকে। ডিফল্টভাবে কাজটি করা সম্ভব নয়। এ জন্য অ্যাপ ব্যবহার করতে হয়। সহজে ভয়েস ইফেক্ট যুক্ত করার জন্য চমৎকার সব অ্যাপও রয়েছে।তেমনি একটি অ্যাপ হলো ভয়েস ইফেক্ট। এটি দিয়ে ভয়েস রেকর্ড করা যাবে ও ভয়েসে বিভিন্ন ইফেক্টও দেওয়া যাবে।অ্যাপটি তৈরি করেছে স্টুডিওজএইচ নামের দেশীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান। প্রায় এক সপ্তাহের মতো সময় লেগেছে অ্যাপটি তৈরি করতে।এক নজরে দেখে নিন অ্যাপ্লিকেশনটির ফিচারগুলোঅ্যাপটি ব্যবহার করে নিজের ভয়েসের পরিবর্তন সেইভ করে রাখা যাবে। চাইলে বন্ধুদের কাছে পাঠানো যাবে।এটি দিয়ে ভয়েস রেকর্ড করে তাতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট যুক্ত করা যাবে।রেকর্ড করার পর তা ভয়েস ফাইল গ্যালারিতে অটোমেটিক সেইভ হবে যাবে।অ্যাপটিতে রয়েছে শেয়ারিং অপশন এর সুবিধা।রেকর্ড করা ভয়েস রিংটোন বা নোটিফিকেশন টোন হিসেবে সেট করা যাবে।নিজের ভয়েসকে পরিবর্তন করে বন্ধুদের অবাক করে দিতে নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন অসাধারণ এই এপস্ টি

download now
ফেসবুকে আমি

সবাই ভাল থাকবেন ধন্যবাদ

2 thoughts on "কথা বলার সময় আপনার ভয়েস এ যোগ করুন অসাধারণ সব ইফেক্ট"

  1. iqbal6165 Contributor says:
    এই ফাযিল ধান্দা করার জায়গা পাছ না।
    লিনক উলটা পালটা দিয়া ভাব লছ। ফালতু
  2. rubel hossain Author Post Creator says:
    ভাই লিংক কিসের উল্টো পালটা… সব কিছু ঠিক আছে

Leave a Reply