সম্প্রতি মোবাইল ফোন থেকে বাসা-বাড়ি ও
সম্পত্তি খোঁজার নতুন অ্যাপ্লিকেশন উন্মুক্ত
করেছে প্রোপার্টি মার্কেটপ্লেস পিবাজার ডটকম।
অ্যাপটি গুগল প্লেস্টোরে বিনা মূল্যে পাওয়া
যাচ্ছে। অ্যাপটি ব্যবহার করে বাড়ি, জমি কিংবা
অফিসের জায়গা কেনা-বেচার অথবা ভাড়ার
খোঁজখবর পাওয়া যাবে।

পিবাজার ডটকমের নির্বাহী প্রধান মোহাম্মদ
শাহীন বলেন, দেশের ইন্টারনেট ব্যবহারকারীর
সংখ্যা দিন দিন বাড়ছে। শতকরা ৯৫ ভাগই হচ্ছে
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। তাদের কথা
মাথায় রেখে পিবাজার ডটকম নতুন অ্যাপ উন্মুক্ত

করেছে। এখানে একজন প্রোপার্টি বিক্রেতা খুব
সহজে বিজ্ঞাপন দিতে পারবেন।

শুধু ড্রপডাউন মেনু নির্বাচন করেই ছবিসহ প্রোপার্টির
বিস্তারিত তুলে ধরে তা বিক্রি কিংবা ভাড়া
দিতে পারবেন। অন্যদিকে একজন ক্রেতা কিংবা
ভাড়াটিয়া পছন্দমতো বাসা কিংবা অফিসের
জায়গা বেছে নিতে পারবেন।

শাহীন বলেন, নতুন অ্যাপে ফেবারিট অপশন,
রিকোয়ারমেন্ট পোস্ট, সার্চসহ বেশ কিছু নতুন
বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। স্মার্টফোনে খুব সহজেই
এই অ্যাপটি ইনস্টল করে চলতি পথেই বাসা-বাড়ি
খোঁজার প্রয়োজনীয় কাজটি সেরে নেওয়া সম্ভব।

মাত্র ২ দশমিক ২ মেগাবাইটের এই অ্যাপটি
ডাউনলোড করুন এখান থেকে pbazaar.apk
অথবা গুগল প্লেস্টোরে pbazaar লিখে সার্চ
দিলেই পিবাজার ডটকমের অ্যাপটি পাওয়া যাবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply