আস সালামু আলাইকুম
সকলেই কেমন আছেন?
আজ একটা দারুণ অ্যাপস শেয়ার করব।
স্মার্টফোনের এই সময়ে অ্যাপস নিয়ে
মাতামাতি চলছে, চলবে। প্রতিবছরই নতুন
নতুন অ্যাপ আসছে মার্কেটপ্লেসে। আর
স্মার্টফোন ব্যবহারকারীরাও তা লুফে
নিচ্ছেন। গত বছর যেসব অ্যাপ্লিকেশন
ব্যবহারকারীরা ব্যবহার করেছেন তার
মধ্য থেকে সেরা কিছু অ্যাপের
তালিকা তৈরি করেছে ভারতীয় দৈনিক
টাইমস অব ইন্ডিয়া। যাঁরা এসব অ্যাপ
ব্যবহার করেছেন, তাঁরা তো এগিয়েই

রয়েছেন। যাঁরা এখনো এসব অ্যাপ
ব্যবহার করেননি তাঁরা ঝটপট ব্যবহার
করে দেখতে পারেন।
প্রথমে,
এখান থেকে ডাউনলোড করুন

এই অ্যাপটি কাজ করে ভিডিও
ম্যাগাজিন হিসেবে। অ্যাপলের
আইওএসের জন্য তৈরি এই অ্যাপটি
থাকলে ভিডিও দেখার জন্য ইউটিউবের
আর প্রয়োজন পড়বে না। প্রতিদিনই নতুন
নতুন ভিডিও আপডেট করা হয় এই
অ্যাপটিতে। তবে আপনি চাইলে পুরোনো
ভিডিও দেখতে পারবেন। প্রতিটি
ভিডিওর সঙ্গেই রয়েছে সংক্ষিপ্ত
বর্ণনা। এসব ভিডিওর মান বেশ ভালো।
আর সবচেয়ে বড় কথা এই দারুণ স্পীড যুক্ত আছে।



তো দেখুন সব মিলিয়ে অসাধারণ এই অ্যাপসটি,আপনার ভালো লাগলে এখনি ডাউনলোড করুন আর উপভোগ করুন অসাধারণ সব ফিউচার গুলো।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

Leave a Reply