আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আচ্ছা ভাই ফোন কেনার আগে আপনি আগে কি ভাবেন?নিশ্চয় ক্যামেরার কথা আগে বলবেন।কেন ভাবেন? আপনার উত্তর হবে আরে ভাই ছবি তোলার জন্য।আচ্ছা সব ঠিক আছে কিন্তু ছবি তুলতে গিয়ে ফোনের ডিফল্ট অ্যাপ দিয়ে দেখছেন ভাল মনের মতো ছবি পাচ্ছেন না।আবার প্লেস্টোর ঘেটে ঘেটে প্লেস্টোরের গুষ্টি উদ্ধার করে ফেলেছেন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে।ইসস তবুও আপনার মন ভরছে না।আমি বলি বাদ দেন সব,আগের সব ক্যামেরা অ্যাপ গুলো ঘ্যাচাং করে আনইন্সটল করেন।কারন আজ যে অ্যাপটা নিয়ে আসছি সেইটা কিন্তু যেন তেন অ্যাপ না.২০১৫ সালে প্লেস্টোরে বেস্ট ক্যামেরা অ্যাপ আওয়ার্ড পাইছে এছাড়াও বিশ্বের ৭৫ টি দেশে সবচেয়ে বেশি ডাউনলোড হইছে।তাইলে আপ্নেই বিচার করেন মাল খানা কি।আর হ্যা আমি কিন্তু কটিপতির ছেলে তাই প্লেস্টোর থেকে পেইড ভার্সনটায় ডাউনলোড করে দিলাম।
ফ্রাঞ্চ চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে ।
- অ্যাপ নেম- Z Camera Premium.(তবে আগের ভার্সন থাকলে ফেলে দিন এইটা নতুন বিউল্ড ভার্সন)
- এক অ্যাপেই সব।
- ফটো গ্যালারি,ফটো এডিটিং ।
- সেলফি তোলার জন্য আলাদা করে হেব্বি কিছু ফিচার।
- কুইক ফোকাস।
- আপনার নিজের মতো করে প্রাইভেট গ্যালারি তৈরি করে নিতে পারবেন।
- সবচেয়ে ফাস্ট ক্যাপচিং।
আর কিছু বলবো না,আরো অনেক ফিচার পাবেন।একবার ট্রাই করে দেখতে পারেন।আমার মনে হয় ভাল লাগবেই।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?
তাহলে ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।
অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।