আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

 


ইন্টারনেট স্পিড মিটার কি ?ইহা কি করে?ইহা খায় না মাথায় মাখে তা সবার জানা আছে।কিন্তু ইহা যে বহু প্রকারের হইয়া থাকে তাহা কয়জন বা জানে।হ্যা ফ্রান্স আমি তেমনি একটি নতুন স্পিড মিটার নিয়ে আসিলাম।তবে হ্যা এইডা যদি প্লেস্টোরে কিনতে যান তবে অবশ্যই আপনাকে ডলার খরচ করিতে হবে।কিন্তু আমি থাকিতে আপনার চিন্তা কিসের।যান দিয়া দিলাম একদম ফ্রিতে।ধুমাইয়া ডাউনলোড মারেন।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।

 


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

 

 

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

One thought on "নিয়ে নিন নতুন একটি ইন্টারনেট স্পিড মিটার।ফ্রি কিন্তু নয় একদম পেইড ভার্সনটায় নিয়ে যান।"

  1. Fahim Contributor says:
    dhue dawnload hoyna…ucmini dea…dawnload page o asa na..

Leave a Reply