আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন, না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।
আমরা কম বেশি সবাই গান শুনতে পছন্দ করে,কিন্তু মনের মতো সাউন্ড কোয়ালিটি না পেলে গান শুনে তেমন মজা পাওয়া যায় না।তবে আপনি ইচ্ছা করলেই পেইড প্লেয়ার দিয়ে মিউজিক সাউন্ড কোয়ালিটি চেইঞ্জ করে নিতে পারেন।প্লেস্টরে অনেক ধরনের মিউজিক প্লেয়ার পাওয়া যায় কিন্তু কয়টায় বা ভাল মানের বলুন? কিন্তু আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তা সত্যিই অসাধারন।আর এইটা কিন্তু ফ্রি নয় প্লেস্টোর থেকে কিনতে গেলে পুরা ৫ ডলার গুনতে হবে আপনার।
চলুন দেখে নেয়া যাক অ্যাপটিতে কি কি থাকছে।
- অন্য সব প্লেয়ারের সব সুবিধা পাবেন এই অ্যাপে।তারপরেও কিছু অসাধারন ফিচার থাকছে।
- সবচেয়ে বড় সুবিধা এই পেইড ভার্সনে ব্যাটারি চার্জ একেবারে খুব কম খরচ করে।
- ২০ ফর্মেটের সাউন্ড সাপোর্ট করে।
- ১০ ব্যান্ড ইকোলাইজার।
- বেস বুস্টার।
- ট্যাগ ইডিটর।
- নিউ প্লেয়ার হিসেবেও প্লেস্টোর রেটিং ৪.৫
- ভলিউম বাটনেই অনেক কিছু কন্ট্রোল।
- স্লিপ টাইমার সহ অনেক কিছু।
এই প্লেয়ারের অসংখ্য প্লাগিং পাওয়া যায় তাছাও থিম চেইঞ্জ তো থাকছেই।আমি নিজে ইউজ করে দেখলাম খুব ভাল লাগলো তাই সেয়ার করলাম।আমার মনে হয় একবার হলেও ট্রাই করা উচিট।মাত্র ৬ মেগাবাইট।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?
তাহলে ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।
←অ্যাপ ডাউনলোড লিংক→
←অ্যাপ আনলকার লিংক→
অবশ্যই আনলকার ডাউনলোড করে ইন্সটল করবেন না হলে ৭ দিনের বেশি চলবে না।চাইলে এই লিংক থেকে হেব্বি এই থিমটাও ডাউনলোড করতে পারেন।
লাইভ টিভি সহ অনেক অনেক পেইড অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।