আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন।
আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।

আজ আমি এন্ড্রয়েড ব্যবহারকারী ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ এন্টিভাইরাস সম্পর্কিত কথা শেয়ার করব।

এন্টিভাইরাসের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই।আর যদি আপনার এন্ড্রয়েডের এন্টিভাইরাস সম্পর্কে কোন ধারনা না থাকে তাহলে আপনি স্বাধীন ভাইয়ের গত কালকের এন্টিভাইরাস বিষয়ক পোস্টটি দেখতে পারেন এবং স্ক্রিনশট গুলো দেখতে পারেন।

যাই হোক,আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এন্ড্রয়েডের সবচেয়ে ভাল এন্টিভাইরাস CM Security Lite। এই এপসটি আমি অনেক দিন থেকে ব্যবহার করছি।ভাল একটি এপস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

নিচ থেকে এপটি ডাউনলোড করে নিন।

Click HereToo Download

ব্যবহারের নিয়মাবলি


ডাউনলোড করে ইন্সটল করার পর অপেন করুন।নিচের মত আসলে Scan লেখায় ক্লিক করুন।

Scan লেখাতে ক্লিক করলে দেখবেন apps এবং system স্ক্যান শুরু হয়ে গেছে। (অর্থাৎ নিচের মত দেখুন।স্ক্যান হচ্ছে)

এই এপসটির আরেকটি সুবিধা হচ্ছে এটা দিয়ে মেমোরি কার্ড ও স্ক্যান করা যায়।মেনুতে ক্লিক করার পর নিচের মত ছবি আসলে Scan SD Card লেখাতে ক্লিক করলেই মেমোরি স্ক্যান শুরু হয়ে যাবে।

নিচের ছবিতে দেখুন মেমোরি স্ক্যান হচ্ছে।স্ক্যান Full হলে আপনার কাজ শেষ।

আর হ্যা।আপনি চাইলে অটো স্ক্যান চালু করতে পারবেন।অটো স্ক্যান চালু করতে দ্বিতীয় ছবিতে Scan SD Card এর নিচে Settings এ ক্লিক করুন এবং Sceduled scan এ গিয়ে ইচ্ছামত সময় সিলেক্ট করুন।ব্যাস কাজ শেষ।

এখন থেকে আপনার মোবাইলে আর কোন ভাইরাস আক্রমন করতে পারবেনা। আর মোবাইলও অনেক ফাস্ট কাজ করবে।

এপসটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না।

ভাল থাকুন সুস্থ থাকুন।

Leave a Reply