আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।


আমরা একেক কাজের জন্য একেক অ্যাপ ইউজ করে থাকি কিন্তু কেমন হয় একটি অ্যাপেই পাওয়া যাবে সব? হ্যা তেমনি একটা অ্যাপের সাথেই আজ পরিচয় করে দিবো।যাতে আপনি পাচ্ছেন অনেক গুলো অ্যাপের সুবিধা।এই অ্যাপ সবচেয়ে ভাল লাগছে একটি কারনে তা হলো অ্যাপের সাইজ।মাত্র ২ মেগাবাইটে এতোকিছু পাওয়া যাবে কল্পনা করা যায় না।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে ।

  • এন্টিভাইরাস।
  • ফায়ারওয়াল।
  • কল ব্লাকলিষ্ট।
  • সিগন্যাল বুস্টার।
  • ফোন ট্রাকার।
  • ব্যাটারি সেভার।
  • আনইন্সটলার।

আরো অনেক ফিচার পাবেন।সত্যি বলতে কি এত্ত ছোট্ট অ্যাপে এতো কিছু পাওয়া যাবে কল্পনায় করা যায় না।আর অ্যাপটি সম্পূর্ণ পেইড ভার্সন তাই পার্ফোমেন্স নিয়ে চিতা করতে হবে না।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


←ডাউনলোড লিংক→

 

 


আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

One thought on "মাত্র ২ মেগাবাইট অ্যাপেই পাবেন সব, Antivirus,Battery Saver,Uninstaller,all Booster,Task Killer,Blacklist,Phone Tracker,সহ অনেক কিছু।সম্পূর্ণ পেইড ভার্সন এবং রুটের দরকার নাই।"

  1. manik4you Contributor says:
    Trickbd তে টিউন করলে পেন্ডিং থাকে কেন? সাবমিট করা হয় না কেন????

Leave a Reply