আসসালামু আলাইকুম
আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি। সঙ্গত কারনে কিংবা অভ্যাস এর বশে আমরা দিনে অজস্রবার ফোনের লক খুলি। কিন্তু আপনি যত ভাল ফোনই ব্যবহার করেন না কেন, সেটার লক বাটন গুলোর উপর অনেক বেশি প্রভাব পড়ে। যার ফলে ১ বছর পার না হতেই দেখা যায় ফোনের লক বাটন লুজ হয়ে গেছে। যার ফলে জোরে চাপ না দিলে সেটা কাজ করতেই চায় না।
নিজস্ব অভিজ্ঞতার কারনে আমি কিছুদিন এমন একটি অ্যাপ খুঁজছিলাম যার মাধ্যমে আমার ফোনের বাটন গুলো রেহাই পাবে। আমি GravityBox ব্যবহার করে ফোনের লক বাটন চেঞ্জ করে ভলিউম বাটন এ কাজ চালাতে থাকলাম যার ফলে কিছুদিন পর ভলিউম বাটনগুলোও প্রায় অকেজো হয়ে গেলো।
আজ আপনাদের জন্য একটি প্রয়োজনীয় অ্যাপ এর খোঁজ দিতে যাচ্ছি। যার ফলে আপনাকে কষ্ট করে ফোনের লক বাটন প্রেস করতে হবে না। পকেট থেকে ফোন বের করলেই ফোনের লাইট জ্বলে উঠবে। হাতের সামনে থাকলে সেন্সর এর মাঝে আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই ফোন এর লাইট জ্বলে উঠবে। এর ইন্টারফেস অসাধারন এবং নোটিফিকেশনগুলোও সহজে দেখা যায়। চার্জ নিয়ে মোটেও ভাববেন না। এই অ্যাপ যথেষ্ট ব্যাটারি সাশ্রয়ী এবং স্টোরে থেকে অ্যাপটি বিনামূল্যে নামাতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে ফোন রুট করার প্রয়োজন নেই।
অ্যাপটির কিছু স্ক্রিনশট –
অ্যাপ এর নাম – Acdisplay
অ্যাপটি লিঙ্ক – https://play.google.com/store/apps/details?id=com.achep.acdisplay
যেকোন সমস্যা আমাকে জানান