আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।


আমরা অনেকেই জেনে গেছি সম্প্রতি স্যামসাং তাদের নতুন ফোন Galaxy S7 রিলিজ করলো।আর এই ফোনের লুকিং স্যামসাং তাদের অন্য ফোন গুলো থেকে আলাদা রাখার চেস্টা করছে।কথা হলো আমার মতো যাদের সামর্থ নাই Galaxy S7 কেনার শুধু মাত্র তাদের জন্যই এই টিউন।আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে দইয়ের স্বাধ ঘোলে মেটানো আর কি।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

 

s7


 

  • প্লেস্টোর রেটিং ৪.১
  • মূল্য ১ ডলার।
  • লঞ্চার মূল্য ৭ ডলার।
  • সম্পূর্ণ HD আইকন।
  • Galaxy S7 এর ৪৮ টি ফ্রি ওয়ালপেপার।
  • অরিজিনাল Galaxy S7 এর লুকিং।
  • আপডেট পাওয়ার সুবিধা।

 

 


 

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

 

 


প্রথমে এই লিংক থেকে Launcher টি ডাউনলোড করে নিন তারপর এই লিংক থেকে ১ মেগাবাইটের এই অ্যাপটি ডাউনলোড করুন এবং এই লিংক থেকে Galaxy S7 Theme ডাউনলোড করে ইন্সটল করুন। আর উপভোগ করুন Galaxy S7  অরিজিনাল লুকিং এর স্বাধ।

 


অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।

 


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

One thought on "অবশেষে রিলিজ হলো Galaxy S7 Theme,যাতে পাচ্ছেন ৪৮ টি ওয়ালপেপার সহ Galaxy S7 এর অরিজিনাল লুকিং এর স্বাধ।সম্পূর্ণ পেইড এবং লেটেস্ট ভার্সন।"

  1. Rihan Author says:
    ভাই ঐ সাইট থেকে ডাউনলোড করতে সমস্যা হয়।

Leave a Reply