আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব, যা দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন-এ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন।
অ্যাপ টি দিয়ে আপনি Java, C/C++ Programming ব্যবহার করে সহজে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন।
অ্যাপ টি আপনি Play Store বা আমার গুগোল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ টির Full ভারসন নিতে হলে আপনাকে ডলার দিয়ে ক্রয় করতে হবে। তবে, ফ্রী ভারসন দিয়েও আপনি প্রায় সকল কাজ করতে পারবেন।
ফ্রী ভারসন-এ আপনি হয়ত সরাসরি Design view দিয়ে অ্যাপ এর ডিজাইন এবং Interactive Training গুলো ব্যবহার করতে পারবেন না।
অ্যাপটি দিয়ে সহজে আপনার তৈরি করা অ্যাপ রান এবং টেষ্ট করতে পারবেন।
তাছাড়া, আমাদের সবার পক্ষে সব সময় পিসি নিয়ে বসে থাকা সম্ভব হয় না। স্কুল, কলেজ, ভারসিটিতে আমাদের সময় কেটে যায়। ল্যাপটপ ও সবখানে নিয়ে যাওয়া যায় না। কিন্তু আমাদের এই নিত্য দিনের বন্ধু এনড্রয়েড, দিনের এবং রাতের বেশির ভাগ সময় হাতের মধ্যে থাকে। আর এই প্রযুক্তি কে অলস ভাবে ব্যবহার না করে এর যতাযত ব্যবহার করলে অনেক উপকারে আসবে।
আর আমি চেষ্টা করব আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির টিউটোরিয়াল গুলো টিউন করতে।
Google Drive:-
Download Link
Play Store:-
Download Link
সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায়। ধন্যবাদ সবাইকে।