আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।


এন্ড্রোয়েট ফোন আমরা কম বেশি সবাই ব্যাবহার করে থাকি।কিন্তু বর্তমান সময়ে আপনি যাই করেন না কেন বিভিন্ন অনাকাঙ্খীত এডের সম্মূক্ষীন হতে হয়।তাছাড়া এই এডের জন্ত্রনায় অনেক সময় কিছুই করা যায় না।এডের কারনে হয়তো আপনার নেট প্যাকেজ ও ১২টা বেজে যাচ্ছে।তাই আজ যে অ্যাপটি নিয়ে আসলাম তা দিয়ে আপনি চাইলেই সকল প্রকার এড বন্ধ করতে পারবেন।আর তার জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।আর অ্যাপটি সম্পূর্ণ পেইড ভার্সন।



চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

  • অ্যাপটি ব্যাবহারের জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।
  • যেকোন ধরনের এড ব্লক করে দেয়।
  • সকল ব্রাউজার সাপোর্ট ফলে কোন ব্রাউজারে আর এডের জন্ত্রনা সহ্য করতে হবে না।
  • সব ধরনের অ্যাপের এড বন্ধ করে।
  • ব্যাটারি এবং মেগাবাইট সাশ্রয় করে।
  • ব্রাউজিং ফাস্ট করে।
  • ইউটিউব এড সহ যেকোন ম্যালওয়ার,ভাইরাস এড থেকে বাচায়।

এছাড়াও আরো অনেক ফিচার পাবেন,আর অ্যাপটি পেইড বলে সব ফিচার আনলক পাবেন।এখন ভালো লাগলে চোখ বন্ধ করে ডাউনলোড করে নিতে পারেন।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

 

Leave a Reply