আমার পরবর্তী টিউন দেখার জন্য।অনেকেই
ফেইসবুক আমাকে ধন্যাবাদ দিয়েছেন।আমি
সত্যিই আপনাদের ভালবাসার পাত্র হতে পেরে
কৃতঞ্জ। কথা বাড়াব না আর।সরাসরি প্রসঙ্গে চলে
যাচ্ছি-মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয়
ব্যক্তিবর্গের নাম্বার সমূহ সেইভ করে রাখি।
কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি
হারিয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট পেতে হয়
এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না?।আজ
আমি আপনাদের দেখাব কিভাবে সেইভ করা
নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয়। এবং
যেই মোবাইল apps এর মাধ্যমে করা হয়।তার নাম-
NetQin Contacts Sync ।
নিন্মে এই সফটওয়্যারের সুবিধাসমূহ আলোচনা
করা হলঃ-
১.মোবাইলের সেইভ করা সকল নাম্বারগুলো ছবি
সহ অনলাইন ডাটাবেজে সেইভ হবে।
২.যে কোন ব্রাউজার থেকে user ID এবং password
দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।
৩.অটো Backup নিয়ে নিবে।এবং খুব অল্প পরিমান
ইন্টারনেট খরচ হবে।সবোচ্চ 1Kb পযর্ন্ত।
৪.যে কোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts
গুলো restore and download করা যাবে।
৫.অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা
যাবে।এবং তা locked করে দেওযা যাবে।
৭.আপনার password ব্যাতিত অন্যকেউ আপনার
সেইভ করা ডাটা দেখতে পারবে না।
সুতরাং এখন বুঝতেই পারছেন যে এর উপকারিতা
কতটুকু। Click Here To Download
2 thoughts on "মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর।জানুন আপনার মোবাইল এখন কোথায়,কোন লোকেশন এ অবস্থান করছে।"