بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি এন্ড্রয়েড এপ্স সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার ফোনের সকল সিস্টেম গুলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা চেক করতে পারবেন খুব সহজেই।
এই এপ্সটি যারা মোবাইল বেচা-কেনা করে থাকেন তাদের সবচেয়ে বেশি কাজে দিবে।
এই এপ্সটির মাধ্যমে আপনি আপনার ফোনের ডিস্প্লে,টাচ স্ক্রিন,সেন্সর,নেটওয়ার্ক, হার্ডওয়্যার চেক,মোবাইলের নেভিগেশন বাটন,পাওয়ার বাটন,ফ্লাশ লাইট,স্পিকার,ক্যামেরা,চার্জিং পোর্ট চেক,নেট স্পীড চেক সহ অনেক কিছু ভাল আছে কিনা তা চেক করতে পারবেন।
এপ্সটির নাম হচ্ছে phone Doctor
আর এই এপ্সটি প্লে-স্টোরে আপনারা পেয়ে যাবেন
তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য এপ্সটির লিংক এইখানে দিয়ে দিলাম Phone Doctor App

চলুন এপ্সটির কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক

প্রথমে এপ্সটি ওপেন করে নিন এরপর আপনারা টেস্ট করার জন্য এইখানে অনেক গুলি ক্যাটাগরি দেখতে পারবেন।

আপনারা চাইলে এই ক্যাটাগরি অনুযায়ী আপনার ফোনটি চেক করতে পারবেন আর প্রতিটি টেস্ট কিভাবে করবেন  তা এই এপ্সে এনিমেশন আকারে দেখানো হয়েছে।


আমরা যদি ডিস্প্লে চেক করি তাহল অটোমেটিক ভাবে একের পর এক সব টেস্ট গুলি করতে পারবো।
এজন্য প্রথমে আমি ডিস্প্লে চেক এ ক্লিক করলাম
ডিস্প্লে চেক এ ক্লিক করার পর এইখানে দেখাচ্ছে স্ক্রীন টেস্ট।স্ক্রীনের কালার গুলি ঠিকঠাক আছে কিনা তা চেক করার জন্য এই টেস্টটি করা হয়।স্ক্রীন টেস্ট করার জন্য start এ ক্লিক করুন।

 

এরপর অনেক গুলি কালার চেঞ্জ করে দেখবেন যদি কোন প্রকার সমস্যা না থাকে তাহলে স্ক্রীন টেস্ট সবুজ টিক মার্ক চিহ্নর মাধ্যমে আপনাকে দেখানো হবে।


এখন অন্যান টেস্ট গুলি করার জন্য next Test এ ক্লিক করুন।

এরপর দেখুন single touch টেস্ট করার জন্য বলা হচ্ছে। এইখানে আগের নিয়মে start এ ক্লিক করে প্রায় ২০টির মতো এক আংগুল দিয়ে সারা ফোনে টাচ স্ক্রীনে ক্লিক করে দেখুন।

যদি কোন প্রকার সমস্যা না থাকে তাহলে আগের মতাও সবুজ টিক মার্ক চিহ্নের মাধ্যমে দেখানো হবে।

এরপর আবার অন্য টেস্ট করার জন্য next test এ ক্লিক করুন।

এরপর দেখুন এইখানে মাল্টি টাচ পরিক্ষা করতে বলা হচ্ছে।মাল্টি টাচ হচ্ছে হাতের পাঁচটি আংগুল ঠিক ঠাক ভাবে ফোনে টাচ হচ্ছে কিনা তা চেক করার জন্য।আগের টেস্ট গুলির মতো start এ ক্লিক করুন এরপর আপনার হাতের মাধ্যমে মাল্টি টাচ করুন।

মাল্টিটাচ ঠিক থাকলে আগের মতো সবুজ টিক মার্ক চিহ্নের মাধ্যমে আপনাকে দেখানো হবে।

ঠিক এই একই ভাবে আপনি আপনার ফোনে স্পিকার,ভাইব্রেশন,মাইক্রোফোন /গুগুল ভয়েজ টেস্ট,ওয়াইফাই,ব্লুটুথ, জিপিএস ক্যাটাগরি বা অটোমেটিক ভাবে টেস্ট করতে পারবেন।

আবার আপনার ফোনের পাওয়ার বাটন,ভলিউম বাটন,নেভিগেশন বাটন,ফ্লাশ লাইট,চার্জিং পোর্ট,চার্জিং ইনফরমেশন,হেডসেট,ফোনের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট,ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা এবং আপনার  ফোনের নেটওয়ার্ক স্পীডও টেস্ট করতে পারবেন

আপনার ফোনের মোশন সেন্সর টেস্ট এ থাকছে Accelerometer,compass,gyroscope এই টেস্ট গুলি খুব সহজেই করতে পারবেন।

টেস্ট করার পর েআপনারা সকল টেস্টের রিপোর্ট দেখতে পারবেন।এর জন্য নিচের ক্যাটাগরিতে Test Report এ ক্লিক করুন।
দেখুন আপনি যা যা টেস্ট করেছেন এবং সেই সাথে আপনার ফোনের তথ্য সহ এইখানে সব পার্সেন্টেজ হিসেবে দেখানো হচ্ছে।

ফোনের সকল সিস্টেম গুলি টেস্ট করার জন্য আমার কাছে Phone Doctor এপ্সটি অনেক ভাল লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

6 thoughts on "আপনার ফোনের সকল ফাংশনগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তা চেক করে দেখুন With Phone Doctor App Reviwe"

  1. Shakib Expert Author says:
    ? Good post, 2nd hand mobile kinteh gele kaje ashbe
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Hmm
  2. Nazmul Islam Author says:
    Asob korte app lage na.phn to deya ase
    1. PTX Master Contributor says:
      Right
    2. Sohelarman4374 Author Post Creator says:
      Kichu phone ache code dial kore check kora jai..r onek phone ache je gulo te onek koshto kore check korte hoy…r ei apps diye khub sohojey phone test kora jai
  3. herringbur Contributor says:
    2nd hand mobile kinteh gele kaje ashbe https://doodlegames.io

Leave a Reply