আসসালামুআলাইকুম। আশাকরি ভালো আছেন
সবাই…। বরাবরের মত আবার হাজির হলাম নতুন
টিউনে।
আজ আপনাদের সামনে কিছু এন্ড্রয়েড
ফোনের ফোল্ডার লক সফটওয়ার নিয়ে
হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে।
তো চলুন শুরু করি..।

Folder Lock

ফোল্ডার লক হচ্ছে প্রয়োজনিয় বা
ব্যাক্তিগত ফাইল সংরক্ষন করার একটি জনপ্রিয়

সফটওয়্যার। অনেকের ফোনে অনাকাঙ্খিত
ব্যাবহার কারির প্রভাবে অনেক প্রয়োজনিয়
ফাইল ডিলিট হয়ে যায় বা ফাস হয়ে যায়। এই সমস্যা
সমাধানের জন্য ফোল্ডার লক এ্যাপস ব্যাবহার
করতে পারেন। এতে আপনি পাসওয়ার্ড
সংরক্ষন করতে পারবেন এবং নিজের ব্যাক্তিগত
ফাইল নিরাপদ রাখতে পারবেন।

বৈশিষ্ঠ্যঃ
ব্যাক্তিগত ছবি সংরক্ষন করা যায়।
ব্যাক্তিগত ছবি কিংবা ভিডিও লুকিয়ে রাখা
যায়।
গুরুত্বপুর্ন ডকুমেন্ট সমুহ লক করে
রাখতে পারেন।

এছাড়া আরও অন্যান্ন সুবিধা আপনি এই এ্যাপস
থেকে পাবেন। এ্যাপসটি গুগল প্লেস্টের
থেকে ডাউনলোড করা যাবে। Download
ধন্যবাদ সবাইকে

Leave a Reply