আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে  আপনারা সবাই ভালো আছেন। আমরা দৈনন্দিন জীবনে আমাদের ডিভাইস সমূহে ফাইল শেয়ারিং এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। এসব অ্যাপ এর অধিকাংশই বিভিন্ন অ্যাড এ ভরপুর। তাছাড়া অনেক সময় আমরা ক্র্যাক অ্যাপ ব্যবহার করি যার ফলে আমাদের ডিভাইস সমূহ ভাইরাস এ আক্রান্ত হয়।

তবে আজ এমন একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করবো যা একটি ওপেন সোর্স অ্যাপ। এই অ্যাপ এ কোন অ্যাড নেই এবং একদম ভাইরাস মুক্ত। অ্যাপটি ব্যবহার করাও সহজ এবং অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং লিনাক্স প্লাটফর্ম এ কাজ করে। অ্যাপটির মাধ্যমে আপনি ডিভাইস সমূহ এ ইনস্টলড অ্যাপ এর apk ফাইল, যেকোনো মিডিয়া, নির্দিষ্ট ফোল্ডার ও টেক্সট শেয়ার করতে পারবেন।

অ্যাপটির ডাউনলোড লিংক 

১. সেটিং থেকে আপনি অ্যাপটির থিম এবং ফাইল সেভ হউয়ার ফোল্ডার পরিবর্তন করতে পারবেন।

২. হোম সেটিং এ আপনি quick save অপশন অন করে নিলে বারবার ফাইল ট্রান্সফার এর অনমুতি দেয়ার প্রয়োজন হবেনা।

৩. আপনার ডিভাইসে থাকা অ্যাপ গুলো অন্য ডিভাইসে শেয়ার করতে পারবেন যা অটুমেটিক apk ফাইল হিসেবে অন্য ডিভাইসে যাবে।

৪. অ্যাপটির মাধ্যমে আপনি মিডিয়া ও টেক্সট ফাইল ও শেয়ার করতে পারবেন এবং একাধিক ডিভাইসে একই সময় ফাইল ট্রান্সফার করতে পারবেন।

অবশ্যই অ্যাপটি ব্যবহার এর জন্য ডিভাইস গুলোকে একই ওয়াইফাই নেটওয়ার্ক এ থাকতে হবে। অথবা যেকোনো ডিভাইস এ হটস্পট চালু করেও ব্যবহার করা যেতে পারে।

Leave a Reply