আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।

আপনাদের দোয়াতে আমিও ভালোই আছি।

আর ভালো না থাকার তো কোন কথাই না আমাদের এই সাইটের সাথে থাকলে তো সবাই ভালোই থাকে।

তাহলে আপনি ভালো থাকবেন না কেনো ?

 

যাই হোক আপনি ভালো থাকেন আর নাই থাকেন এই টিউনি পড়লে আপনার মন এমনি এমনিই ভালো হয়ে যাবে।

কারন আমরা প্রতিদিন নিয়মিত নতুন নতুন টিপস আপডেট দিয়ে চলেছি আপনাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য।

 

তো আর বেশি বক বক করার সময় নাই চলুন আমরা মূল টপিকে ফিরে যাই।

আমরা এর আগেও এই রকম এপস ব্যবহার করেছি কিন্তু তা এই এপস এর মতোন সুবিধা দিতে পারে না তাই আজকের এই টিউন।

 

তো চলুন এই এপসটার ছোট্ট কিছু ফিচার দেখে আসি।

Key Features:

 

*Receive any call with proximity sensor.

* Reject any call with proximity sensor.

*Share this application to your friends and family via Facebook, twitter, g-mail etc.

*Download Air Call Receiver for FREE and enjoy unlimited.

 

এই অ্যাপ এর মাধ্যমে আপনি ফোন কানে ধরলেই কল রিসিভ হয়ে যাবে।আর ফোন টাচ করে কল রিসিভ করা লাগবে না।

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[ডাউনলোড করার সময় টিক টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]

Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।

 

আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।

 

অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।

 

 

 

তাই আজ পেয়ে গেলেন। নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Trickbd এর সাথে নিয়মিত থাকুন।

 

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

 

তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

 

ভাইয়া গরীবের ছোট্ট সাইটে এ ভিজিট করার আমন্ত্রণ রইলো।
দয়াকরে আসবেন PostMaza.CoM

Leave a Reply